
‘আমাকে ঢাকা থেকে আজকে একজন বলেছে, আপনি ঢাকা গেলেই আপনাকে অ্যারেস্ট করা হবে। রংপুরে লোকের সামনে সরকার আপনাকে অ্যারেস্ট করতে পারবে না। এটাকে আমি আমার অন্তর থেকে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছিলাম। আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করিনা এবং আমার কাছে এটি ভালো লেগেছে যে রংপুরের লোক সব সময় সত্যের পথে থাকে।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জিএম কাদের বলেন, সারা দেশ একদিকে, রংপুরের লোক আরেকদিকে গিয়ে এরশাদ সাহেবকে রক্ষা করেছেন। ওরা গতানুগতিক ধারায় গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয় না।
সত্যের পথে দাঁড়ায়। তারা দেখিয়েছে যখন এরশাদ সাহেবকে নিয়ে আন্দোলন করা হয়। জিএম কাদের বলেন, উই ডোন্ট মাইন্ড। তোমরা জনসম্মুখে থাকো।
কারণ তোমাদের যেন মানুষ ভুলে যায়। এই ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্য তারা পাঁয়তারা করছে। এসব পাঁয়তারা আমরাও ওয়াকিফহাল আছি। এসব পাঁয়তারা মোকাবেলা আমরা জীবন দিয়ে হলেও করব। যেখানেই আমাদের বাধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
জীবন দিয়ে হলেও সেটা আমরা করব।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচন কখনো অবাধ সুষ্ঠু বলা যাবে না। প্রতিটি রাজনৈতিক দল, যেগুলো বৈধ রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে সঠিকভাবে নির্বাচন দিতে হবে।