0.5 C
Toronto
বুধবার, মার্চ ২৬, ২০২৫

জীবন্ত পোড়ানোর হুমকি, থানায় গেলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

জীবন্ত পোড়ানোর হুমকি, থানায় গেলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার - the Bengali Times
অ্যাঞ্জেল রাই

সোশাল মিডিয়ায় লাগাতার প্রাণনাশের হুমকির অভিযোগ। এমনকী তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মুম্বাইয়ের সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই।

২২ বছর বয়সী এই তরুণী বাঙ্গুর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপরই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

- Advertisement -

গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা ওই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার দাবি, গত ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সোশাল মিডিয়ায় লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। বিভিন্ন অপরিচিত ব্যক্তি সোশাল মিডিয়া মারফৎ তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।

গত ১৬ মার্চ ই-মেইলে এই ইনফ্লুয়েন্সারকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তারপরই রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি।

বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন অ্যাঞ্জেল রাই। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এই ইনফ্লুয়েন্সারের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles