0.5 C
Toronto
বুধবার, মার্চ ২৬, ২০২৫

জরুরি অবস্থা জারির প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রের সিনিয়র সচিব

জরুরি অবস্থা জারির প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রের সিনিয়র সচিব - the Bengali Times
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি দেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে উল্লেখ করেছেন । এর আগে যেকোনো সময় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে, রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। সোমবার সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি সই শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, জরুরি অবস্থা জারির বিষয়টি গসিপ। এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনোরকম ঢিলেমি দেয়নি সরকার। সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে। ঈদের ছুটিতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা সতর্ক। সাধারণত যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয় এবারও তেমন ব্যবস্থা নেয়া হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ অবস্থা যেন বজায় থাকে সে চেষ্টা করা হচ্ছে।

- Advertisement -

এসময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলও উপস্থিত ছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles