0.5 C
Toronto
বুধবার, মার্চ ২৬, ২০২৫

তামিমকে নিয়ে সাকিবের আবেগঘন স্ট্যাটাস

তামিমকে নিয়ে সাকিবের আবেগঘন স্ট্যাটাস - the Bengali Times
তামিম ইকবাল ও সাকিব আল হাসান ছবি সংগৃহীত

আজকের দিনটি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল তারকা সাকিব আল হাসানের জন্য বিশেষ হওয়ার কথা ছিল। তবে নিজের জন্মদিনেও মন ভরে নেই এই বিশ্বসেরা অলরাউন্ডারের। কারণ তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল হাসপাতালে অসুস্থ হয়ে শয্যাশায়ী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তায় সাকিব জানিয়েছেন, জন্মদিনে তার সবচেয়ে বড় চাওয়া—তামিমের দ্রুত সুস্থতা।

- Advertisement -

সাকিব ফেসবুকে লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’

তিনি আরও বলেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তোমার জন্য সবার দোয়া চাইছি, সেটাই হবে আমার জন্মদিনের সেরা উপহার।’

তামিমের সুস্থতা কামনায় সাকিবের বার্তা

বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা সাকিব ও তামিম একসঙ্গে দীর্ঘদিন খেলেছেন জাতীয় দলের হয়ে। ২০০৭ সালে জাতীয় দলে একসঙ্গে পথচলা শুরু হওয়ার পর থেকে বহু স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছেন তারা। ব্যাটে-বলে, মাঠে-মাঠের বাইরে তাদের বন্ধুত্বও বেশ দৃঢ়।

কিন্তু এই মুহূর্তে তামিম জীবনযুদ্ধ লড়ছেন হাসপাতালের শয্যায়। হার্ট অ্যাটাকের পর দ্রুত চিকিৎসা পেয়ে কিছুটা স্থিতিশীল হলেও এখনো রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে। পুরো দেশ প্রার্থনায় মগ্ন, যেন তামিম দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারেন।

সাকিবের আবেগঘন বার্তার পর তার ভক্তরাও তামিমের সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন। শুধু ক্রিকেটাররাই নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে খেলাপ্রেমী সবাই চাইছেন, তামিম দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরুন এবং বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যান।

- Advertisement -

Related Articles

Latest Articles