
বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হয়ে গেল হামজা চৌধুরীর। বাংলাদেশ কেন হামজাকে এমন করে চেয়েছে, তার ছাপটা স্পষ্ট ছিল খেলায়। শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার আজ অভিষেকেই আলো কেড়ে নিয়েছেন। তাতেই ভারত কেঁপে কেঁপে উঠেছে রীতিমতো।
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হলো বাংলাদেশ ফুটবলের নতুন যাত্রা। যে যাত্রায় স্বপ্নের দিশারি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। যার আগমনে বাংলাদেশের ফুটবলে বইছে সুদিনের বার্তা। সেই বার্তাটা নিজের অভিষেক ম্যাচেই দিয়ে রাখলেন হামজা। ফুটবল শৈলী দেখিয়ে ভারতকে আটকে দিলেন তাদের মাটিতেই। আদায় করে ছাড়লেন একটি পয়েন্ট।
তবে এর মাঝেও আছে হতাশা ও আক্ষেপ। জয়টা যে পেতেই পারত বাংলাদেশ। একাধিকবার গোলের সহজ সুযোগ পেয়েও যে কাজে লাগাতে পারেনি ফুটবলাররা। নয়তো হামজার অভিষেকের আনন্দ বেড়ে যেত ভারতকে হারানোর মাধ্যমে বহু গুণে। সেটা না হওয়ায় হতাশা আছে। তবে দেশের জার্সিতে প্রথমবার খেলতে নেমে গর্বিত হওয়ার কথায় জানালেন তিনি। সেই সঙ্গে জানালেন, দেশে ফুটবলের যে পজিটিভ ভাইভ তৈরি হয়েছে সেটা বজায় রাখতে হবে।
ভারত ম্যাচের পর মিক্সড জোনে মিডিয়াকে হামজাকে জানান দেশের জার্সিতে অভিষেকের অনুভূতি, ‘আমি খুবই গর্বিত। অনেক গর্বিত লাগছে।’
আন্তর্জাতিক ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজার সময় কেমন অনুভব হচ্ছিল তা জানিয়ে এই ফুটবলার বলেন, ‘অনেক অসাধারণ লেগেছে সেই সময়।’
ম্যাচ নিয়ে হামজা বলেন, ‘প্রথমার্ধে খুব ভালো খেলেছিলাম আমরা।’ সতীর্থদের নিয়ে বলেন, ‘কলিগদের নিয়ে আমি খুব গর্বিত। তারা অনেক কঠোর পরিশ্রম করছে। আমরা সবাই গুড টিম স্পিরিট নিয়ে খেলছি।’
গোল মিস নিয়ে হামজা বলেন, ‘আমরা জয় প্রাপ্য ছিলাম। তবে ফুটবলে মিস হতেই পারে, ইপিএলেও (ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ) মিস হয়।’
গত কিছুদিন ধরেই হামজাকে নিয়ে বাংলাদেশ ফুটবলে উন্মাদনা তৈরি হয়েছে। যা নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বলেন, ‘পজিটিভ ভাইভ বজায় রাখতে হবে।’