0.7 C
Toronto
শনিবার, মার্চ ২৯, ২০২৫

ব্রাজিলের জালে এক হালি গোল দিল আর্জেন্টিনা

ব্রাজিলের জালে এক হালি গোল দিল আর্জেন্টিনা - the Bengali Times
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। বুধবার (২৬ মার্চ) বুয়েনস আইরেসের মনুমেন্তালে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমার্ধে তিন গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজম করে ব্রাজিল। ম্যাচে আক্রমণ কিংবা বল দখল, সব জায়গাতেই আর্জেন্টিনা থেকে পিছিয়ে ছিল ব্রাজিল।

ম্যাচের ৭১তম মিনিটে আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোলটি করেন আলমাদার বলদি হিসেবে নামা সিমিওনে।

- Advertisement -

এর আগে প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে জালের দেখা পান হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ এবং ম্যাক অ্যালিস্টার। যদিও প্রথমার্ধে এক গোল দিয়ে ম্যাচে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল। ৩০তম মিনিটে ব্রাজিলের হয়ে গোল করেন ম্যাথিয়াস কুনহা।

ম্যাচের শেষ সময়ে দুই দলই গোলের জন্য চেষ্টা করেছে। তবে কোনো গোল আর হয়নি। ফলে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এদিকে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

বলিভিয়া ও উরুগুয়ের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় আগেভাগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লিওনেল স্ক্যালোনির দল।

কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনাই। ২১ পয়েন্ট নিয়ে চারে ব্রাজিল।

- Advertisement -

Related Articles

Latest Articles