
ঈদে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা মুক্তি নিয়ে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সিনেমাটি প্রদর্শনীর জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। বেশ কিছু দৃশ্যে ভায়োলেন্সে আপত্তি জানিয়ে প্রদর্শনী শেষে সিনেমায় কিছু সংশোধনী দিয়েছে বোর্ড। দেওয়া হয়েছে কিছু অবজারভেশন।
যা প্রকাশ্যে আসতেই আপত্তি জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী থেকে শুরু করে আফরান নিশো-সিয়ামরা। এবারের ঈদে তাদের প্রত্যেকেরই একটি করে সিনেমা মুক্তি পাচ্ছে। তবুও ‘বরবাদ’ নিয়ে শাকিব খানের পাশে দাঁড়াতে দেখা গেল বুবলীকে। তবে ‘বরবাদ’ সিনেমার জটিলতায় বুবলী সরব হলেও নিশ্চুপ অপু।
সিনেমাটির আনকাট ছাড়পত্র দিতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আপত্তি জানাতেই সরব হয়েছেন বুবলী। ‘বরবাদ’ নিয়ে জটিলতার অবসান চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন।
বুবলী লিখেছেন, ‘একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম । সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড়পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে পায়!’
অভিনেত্রী আরও লেখেন, ‘আমরা ঈদের সিনেমা ‘জংলি’ যেমন দর্শকদের দেখাতে চাই তেমনি ‘বরবাদ’, ‘দাগি’, ‘জ্বীন’, ‘চক্কর’সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক।’
বুবলী আশা করছেন, সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে ‘বরবাদ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাবেন।
সার্টিফিকেশন বোর্ডে ‘বরবাদ’-এর অনুমোদন জটিলতায় বুবলী ছাড়াও শাকিবের পাশে দাঁড়িছেন নায়ক সিয়াম আহমেদ, ইমরান মাহমুদুলসহ অনেকে।