1.2 C
Toronto
সোমবার, মার্চ ৩১, ২০২৫

কানাডিয়ান ক্যানোলার ওপর চীনের শতভাগ শুল্ক আরোপ

কানাডিয়ান ক্যানোলার ওপর চীনের শতভাগ শুল্ক আরোপ - the Bengali Times
কানাডিয়ান ক্যানোলা পণ্যের ওপর চীনের শতভাগ শুল্ক কার্যকর হয়েছে

শুল্ক কেবল আসতে শুরু করেছে। কানাডিয়ান ক্যানোলা পণ্যের ওপর চীনের শতভাগ শুল্ক কার্যকর হয়েছে। কৃষকদের জন্য এটা আরেক স্তরের চাপ।

সাস্কেচুয়ানের ক্যানোলা উৎপাদকরা হতাশ। কারণ, দুই ফ্রন্টের বাণিজ্য যুদ্ধের মধ্যে পড়ে তাদের পণ্যের দাম কমতে শুরু করেছে।

- Advertisement -

নির্দিষ্ট ধরনের কানাডিয়ান ক্যানোলা পণ্যের ওপর চীনের শতভাগ শুল্ক আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এমন এক সময় এই শুল্ক কার্যকর করা হলো যখন কৃষকদের শস্যটি রোপনের মাত্র কয়েক সপ্তাহ বাকি।

অনিশ্চয়তার ফলে ক্যানোলার দাম কমে গেছে। প্রতি বুশেলে বর্তমানে দাম কমেছে প্রায় ২ ডলার করে।

ক্লিন্টন মনচাক চতুর্থ প্রজন্মের কৃষক। সাস্কেচুয়ানের লানিগানের কাছে তার পরিবারের খামার রয়েছে। গত ১২০ বছর ধরে সেখানে আবাদ করছেন তারা। আগেও তিনি শুল্কের মুখে পড়েছেন। কিন্তু এবারের মতো ছিল না। চীন কানাডিয়ান ক্যানোলা অয়েল, ক্যানোলা মিল ও বাদামের ওপর ওপর শতভাগ শুল্ক আরোপ করেছে। এর ওপর কানাডিয়ান সব পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক তো আছেই।

ক্লিন্টন মনচাক বলেন, এটা অনেকটা পেছন দিকে দুই দফা আঘাতের মতো। কেউই এ থেকে পরিত্রাণ পাচ্ছে না।

প্রতি চার থেকে পাঁচ বছর অন্তর মনচাক ঘুরিয়ে ফিরিয়ে শস্য আবাদ করেন। এ বছর আবর্তনের ভিত্তিতে এই কুষক এবার শুধু ক্যানোলা আবাদেই এক লাখ ডলার লোকসানের মুখে দাঁড়িয়ে আছেন।

মনচাক বলেন, অন্য আরও যেসব পণ্যের ওপর মূল্যের আঘাত এসেছে সেগুলো যোগ করলে আমাদের লোকসানের পরিমাণ প্রায় ৫ লাখ ডলার।

গত বছর কানাডা চীনে ক্যানোলা পণ্য রপ্তানি করেছে প্রায় ৪৯০ কোটি ডলারের। এবার রপ্তানি ২০ শতাংশ কম হলে লোকসানের পরিমাণ দাঁড়াবে ১০০ কোটি ডলার। এই লোকসান হবে মূলত ওয়েস্টার্ন কানাডায়।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles