-1.2 C
Toronto
বুধবার, এপ্রিল ২, ২০২৫

রাজনীতি ছাড়ছেন অ্যান্ড্রু ফিউরি

রাজনীতি ছাড়ছেন অ্যান্ড্রু ফিউরি - the Bengali Times
পাঁচ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের প্রিমিয়ার অ্যান্ড্রু ফিউরি

পাঁচ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের প্রিমিয়ার অ্যান্ড্রু ফিউরি। তিনি বলেছেন, দায়িত্ব পালনে ঝক্কি এবং মার্কিন প্রেসিডেন্টের পাগলামো তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।

পেশায় অর্থপেডিক সার্জন ফিউরি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, তিনি যে ক্যারিয়ার রাজনীতিক নন সেটা তিনি সব সময়ই মনে রাখেন। তিনি আরও একটি পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিতে পারছেন না। এই বছরই প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

- Advertisement -

গত সপ্তাহে আটলান্টিক কানাডার দ্বিতীয় প্রিমিয়ার হিসেবে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। এর আগে শুক্রবার পদত্যাগ করেন প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের প্রিমিয়ার ডেনিস কিং।

ফিউরির পদত্যাগের ঘোষণা এমন এক সময় এল যখন দেশের বাকি অংশের মতো এই প্রদেশও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ শুল্কের হুমকিতে রয়েছে। আগামী মাস থেকেই কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ হতে যাচ্ছে বলে সোমবার জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পকে পাগলাটে প্রেসিডেন্ট আখ্যায়িত করে ফিউরি বলেন, ট্রাম্পের কারণে চার বছর অনিশ্চয়তার সম্ভাবনা তার এই সিদ্ধান্ত গ্রহণকে সহজ করে দিয়েছে। যদিও নতুন নেতার অধীনে প্রদেশ শক্তিশালীভাবে থাকার অবস্থানে প্রদেশ রয়েছে।

ট্রাম্পের সম্পর্কে ফিউরি বলেন, এই লোক পাগলাটে। একদিন তিনি যেটা বলেন পরদিন তা ঠিক থাকে না। তিনি প্রতিশ্রুতি দেন ও ভঙ্গ করেন। চুক্তি করেন আবার সেগুলো ছিন্ন করেন। লোকজনকে বুঝতে হবে যে, এমনটা চলতে থাকবে এবং পূর্ণ চার বছর এমনটা দারাবাহিকভাবে চলবে। এ কারণেই এ ব্যাপারে কানাডিয়ানদের প্রতিক্রিয়া হওয়া উচিত শান্ত, শীতল, ভারসাম্যপূর্ণ ও মেপে মেপে বলে আমি মনে করি।

ফিউরি ২০২০ সালে যখন লিবারেল নেতা হন তখন তিনি ছিলেন রাজনীতিতে অনেকটাই নতুন। পরবর্তীতে তিনি প্রিমিয়ার হন। পরের বছর তিনি প্রাদেশিক নির্বাচনে বিজয়ী হন। ফিউরি বলেন, তার স্থলে নতুন নেতা খুঁজতে লিবারেল পার্টিকে তিনি বলে দিয়েছেন। নতুন নেতা না আসা পর্যন্ত প্রিমিয়ারের দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles