
ফিলিস্তিনীদের জন্য প্রায় ১০ কোটি ডলারের মানবিক সহায়তা প্রদানের অঙ্গীকার করেছে ফেডারেল লিবারেলরা। পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি অধিকৃত ফিলিস্তিনী ভূখ-ে কাজ করা প্রধান প্রধান সংস্থাগুলোর জন্য তহবিল ঘোষণা করেন।
ঘোষিত তহবিলের মধ্যে রয়েছে পশ্চিম তীরে পুনরুদ্ধার ও সুশাসন বাবদ ৩ কোটি ডলার। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী ও স্থানীয় জঙ্গীদের মধ্যে সহিসতা বাড়ছে।
অটোয়া বলেছে, ফিলিস্তিনী বিশেষ করে গাজা ভূখ-ের বাসিন্দারে স্বাস্থ্যসেবা, খাবার ও আশ্রয়ের জন প্রায় সাড়ে ৪ কোটি ডলার প্রদানের অঙ্গীকার করেছে কানাডা। এখানে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির অবসান ঘটেছে।
এই তহবিলের এক-চতুর্থাংশ যাবে নিরাপত্তা কর্মসূচি বিশেষ করে স্থলমাইন সংক্রান্ত নিরাপত্তা কর্মসূচি বাবদ। এই তহবিল বিতরণ করা হবে জাতিসংঘ, বিশ^ব্যাংক এবং রেড ক্রসের মতো সংস্থাগুলোর মাধ্যমে।
গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ওপর বিধিনিষেধ আরোপ না করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে কানাডা। সেখানকার অবস্থাকে টেকসই নয় বলে জানিয়েছে তারা। অন্যদিকে সহিংসতা ও ত্রাণ সহায়তা জব্দের জন্য হামাসকে দায়ী করেছে।
ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে বিবৃতির কারণে ফেডারেল লিবারেলরা ইহুদি ও আরব গ্রুপগুলোর কাছ থেকে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। বিশেষ করে গত সপ্তাহে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.