3.7 C
Toronto
সোমবার, মার্চ ৩১, ২০২৫

এন্ট্রি লেভেলে সুযোগ থাকা দরকার

এন্ট্রি লেভেলে সুযোগ থাকা দরকার - the Bengali Times
এন্ট্রি লেভেলে কিছুটা সুযোগ না দিলে নতুনরা কি ভাবে ঢুকবে

এন্ট্রি লেভেলে কিছুটা সুযোগ না দিলে নতুনরা কি ভাবে ঢুকবে !

মার্কেট সবসময় একটা কোম্পানির মনোপলি ভালো না।

- Advertisement -

আমি প্রায় দুই যুগ আগে যখন কানাডা আসি তখন একেবারে গামলা পরিষ্কার থেকে শুরু করে কোনো কোম্পানির CEO পর্যন্ত যে কোনো চাকরিতে অভিজ্ঞতা লাগবে এবং সেটি কানাডিয়ান অভিজ্ঞতা এই শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যেত। আমি বাংলাদেশে পড়াশুনা করে, ইউরোপ যাই উচ্চশিক্ষায় তারপর কানাডা আসি। এই দুই দেশেই কাজের অভিজ্ঞতা ছিল খুবই অল্প তাই এখানে (কানাডাতে) প্রফেশনের ক্ষেত্রে সেটেল্ড হতে অনেক স্ট্রাগল করতে হয়েছে এবং বেশ সময় লেগেছে।

তবে সেই “অভিজ্ঞতা লাগবে এবং সেটি কানাডিয়ান অভিজ্ঞতা” বয়ান কিন্তু এখনো চলছে। অনন্তত কিছু কিছু ক্ষেত্রে নতুনদের সুযোগ না দিলে তারা অভিজ্ঞতাটা কিভাবে অর্জন করবে। পুরাতন দিয়ে আর কত চলবে, সব সময় কি “old is gold’ ঠিক !!!

আমার জন্মদেশ বাংলাদেশে রাজনৈতিক ক্ষেত্রে বেশ একটা তোলপাড় চলছে।

শুনলাম দেশে নতুন একটি রাজনৈতিক দল এছেছে এবং অপক্ষাকৃত নতুন বা কম বয়সীদের নিয়ে। তারা কে, কি রকম বা কি রকম করবে এ নিয়ে আমি তেমন কিছু জানিনা, তবে এটা ঠিক দেশে আমাদেরকে Status-Quo থেকে বের হয়ে আসতে হবে। দাদার দাদা, দাদা বা বাপ এক দল বা একজনকে পছন্দ করতো এখন ১০০ বছর পরে এসেও আমাকে চোখ কান বন্ধ করে সেই লোক বা সেই দলকেই রায় দিতে হবে !! বাপ্ দাদা যাকে পছন্দ করতেন সে যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে তার জন্য শ্রদ্ধা সব সময় থাকা উচিত, তবে তার পরপুরুষ, চেলাবেলা বা পরবর্বতী কেউ যদি আকাম করে বা অসৎ কেউ হয় তাহলে কেন তাকে চোখ কান বন্ধ করে সাপোর্ট দিতে হবে। এই ধরনের কাজের জন্য সমাজ পিছিয়ে থাকে।

আমরা যারা কানাডাতে একটু আগের থেকে আছি তারা Bell Canadaর একচ্ছত্র আধিপত্যর কথা জানি। আমার মনে আছে ইউরোপ বা এমনকি বাংলাদেশে যখন মানুষের হাতে হাতে সেল ফোন তখন কানাডার মধবিত্তরাও পর্যন্ত একটা সেল ফোন এফোর্ড করতে পারতো না, কিন্তু পরবর্তীতে মার্কেটে বেলের মনোপীলি বাদ দিয়ে যখন অন্যানো কোম্পনির আসার সুযোগ দেওয়া হয় তখন এই ফোনের বা ইন্টরনেটের বাজার আগের থেকে অনেক সহনীয় হয়। এর মধ্যে বেশ কিছু নূতন আসা কোম্পানির বিদায়ও হয়েছে কারণ তারা মার্কেটে ভালো পারফর্মেন্স করতে পারে নাই।

আমি ব্যক্তিগতভাবে অনেক আগের থেকেই বলেছি, আমাদের দশের মানুষের খাইসলত খারাপ তাই যেই পদ্ধতিই করেন না কেন আজীবন একটা স্ট্রং নিরপেক্ষ তত্তাবধায়ওক সরকার ছাড়া সুস্থ/নিরপেক্ষ নির্বাচন হওয়া খুবই কঠিন। একটা সুস্থ নির্বাচন হোক, তাতে মানুষ যাকেই পছন্দ করুক তাকেই রায় দিক। কাম ঠিকমতো না করলে বা পারফর্মেন্স খারাপ করলে পরের টার্মে তাকে মানুষ সরিয়ে দিবে।

আর রাজনৌতিক দলগুলোরও তাদের দলের সৎ, কর্মনিষ্ঠ এবং নতুনদের সুযোগ দেওয়া উচিৎ, তা না হলে আপনি যেই নেতাকে আপনার এলাকায় দেখছেন, আপনার ছেলেমেয়েও তাকে দেখছে, আপনার নাতিপুতিও তাকে দেখছে অর্থ্যাৎ তাকে দেখতে দেখতে ২/১ জেনারেশন শেষ হয়ে যাবে, এই বস্তাপচা অবস্থার পরিত্রান দরকার। দেশ যে ২/১০ বছরে একেবারে ধোয়া তুলসীপাতা হবে তা আমি অনন্ত মনে করি না কারণ ওই যে বললাম  “মানুষের খাইসলত” . তবে অন্তত ওই  বস্তাপচা অবস্থার সিস্টেমের কিছুটা পরিবর্তন দরকার  !

By the way, কমেন্ট করুন অসুবিধা নেই তবে কোনো Vulgar Word বা কোনো ধরণের লিংক শেয়ার করবেন না।

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles