3.7 C
Toronto
সোমবার, মার্চ ৩১, ২০২৫

বাসায় ওয়াই-ফাই বন্ধ করায় মাকে হত্যাচেষ্টা, তিন কিশোরী গ্রেফতার

বাসায় ওয়াই-ফাই বন্ধ করায় মাকে হত্যাচেষ্টা, তিন কিশোরী গ্রেফতার - the Bengali Times
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বাসার ওয়াই-ফাই বন্ধ করে দেওয়ায় মাকে হত্যাচেষ্টার অভিযোগে তিন কিশোরী মেয়েকে আটক করা হয়েছে। স্থানীয় হ্যারিস কাউন্টির হিউস্টন এলাকায় গত ২৩ মার্চ এ ঘটনা ঘটে।

এবিসি নিউজের প্রতিবেদন বলছে, ১৪, ১৫ এবং ১৬ বছর বয়সী মেয়েরা রাতের বেলায় রান্নাঘর থেকে ছুরি নিয়ে তাদের ৩৯ বছর বয়সী মাকে ধাওয়া করে। এক পর্যায়ে মা ভয়ে ঘর থেকে দৌড়ে রাস্তায় যান। সেখানে গিয়ে তাকে ছুরিকাঘাত করার চেষ্টা করে মেয়েরা।

- Advertisement -

কিশোরীদের মধ্যে একজন ইট দিয়ে তার মাকে আঘাত করে। ওই নারীকে রক্ষার চেষ্টা করতে গিয়ে কিশোরীদের দাদীও ছিটকে পড়ে আহত হন। তবে সহিংস আক্রমণ সত্ত্বেও কারও গুরুতর আঘাত লাগেনি।

হ্যারিস কাউন্টির শেরিফের অফিস জানিয়েছে, ঘটনার পর তিন কিশোরকেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ‌‌‘মারাত্মক অস্ত্র দিয়ে গুরুতর আক্রমণের’ অভিযোগ আনা হয়েছে। জুভেনাইল ডিটেনশন সেন্টারে এই মামলা করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles