-0.1 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

দীঘির হৃদয়ে রণবীর, হাতে জংলি

দীঘির হৃদয়ে রণবীর, হাতে জংলি - the Bengali Times
মেহেদি হাতে দীঘি ছবি সংগৃহীত

ঢাকাই ছবির নায়িকা দীঘির হৃদয়ে রণবীর থাকলেও দীঘির হাতে শোভা পাচ্ছে ‘জংলি’। জংলি লিখে হাতে ঈদের মেহেদি ডিজাইন করেছেন এই নায়িকা। দীঘি জানালেন শুধু হাতে নয়, এখন মনে,প্রাণে ধ্যানে-জ্ঞানেও তার মধ্যে জংলি বসবাস করছে। সেটাই করার কথা।

দীঘির ক্রাশ বলিউডের রণবীর কাপুর। যদিও রণবীরকে পছন্দের বা ক্রাশের তালিকা গুণে শেষ করা যাবে না। তারপরও রণবীরের প্রতি দীঘির প্রেম ছিল প্রবল। রণবীর কাপুর দীঘির স্বপ্নের নায়ক। তাই এই নায়ককে দীঘি মোবাইলের ওয়ালপেপার করে রেখেছে। আছেন হৃদয়েও।

- Advertisement -

ঈদুল ফিতর উপলক্ষে এই জংলি সিনেমা মুক্তি পাচ্ছে। এই সিনেমার গুরুত্বপূর্ণ অংশ তিনি। অভিনয় করেছেন সিয়াম আহমেদের বিপরীতে। তাই আপাতত জংলির থেকে বের হতে চাইছেন না তিনি। সেই ভাবনা থেকেই হাতে মেহেদিতে নিজের সিনেমার নাম রাঙিয়েছেন।

দীঘি বলেন, জংলি আমাদের স্বপ্নের একটি সিনেমা। দারুণ একটি গল্পের সিনেমা। এই সিনেমার টিমের প্রতিটি সদস্য সিনেমাটিকে নিজের মধ্যে ধারণ করছে। প্রতিবার ঈদেই নিজের খুশি মত হাতে মেহেদির আল্পনা আঁকি। এবার আকলাম প্রিয় সিনেমা জংলির নাম। আমার বিশ্বাস জংলি সিনেমা মুক্তির পর সবার আপন হয়ে উঠবে।

জংলি পরিচালনা করছেন এম রাহিম। ‘শান’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিল তার। প্রথম সিনেমা মুক্তির দুই বছর পর দ্বিতীয় সিনেমা নির্মাণে নেমেছেন এই নির্মাতা। এম রাহিম বলেন, ছবিটির জন্য দীঘি অনেক পরিশ্রম করেছে, নিজেকে তৈরী করেছে। আমার বিশ্বাস, দীঘির অভিনয় দর্শক মনে রাখবে।’

জংলিতে নিজের চরিত্রটি নিয়ে খুব বেশি খোলাসা করতে নারাজ দীঘি, ‘জংলি ছবির গল্প অসাধারণ। প্রথমবার শুনেই পছন্দ করেছিলাম। আমার বিশ্বাস সিনেমাটিকে দর্শক এক অন্যরকম দীঘিকে দেখতে পাবেন।’

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু। সিনেমার চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।

- Advertisement -

Related Articles

Latest Articles