2.8 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

তাদেরও আমার মতো শরীর আছে : শ্রুতি

তাদেরও আমার মতো শরীর আছে : শ্রুতি - the Bengali Times
তামিল অভিনেত্রী শ্রুতি নারায়ণ

ভিডিওটি ফাঁস হওয়ার পর এতদিন চুপ ছিলেন শ্রুতি তবে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রেী। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে শ্রুতি জানান, খুবই কঠিন সময় পার করছেন তিনি। তিনি আরো বলেন, এই ধরনের কনটেন্ট ছড়িয়ে দেওয়া কেবল রসিকতা-মজার বিষয়।

গেল কদিন আগেই তামিল অভিনেত্রী শ্রুতি নারায়ণনের ১৪ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও ফাঁস হয়েছে। জানা যায়, ফাঁস হওয়া ভিডিওটি প্রাইভেট অডিশনের সময়ে ধারণ করা। কাস্টিং কাউচের ভিডিওটি ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়াজুড়ে। তবে এটি আসল নাকি নকল, তা নিয়েও রয়েছে দ্বিধা।

- Advertisement -

শ্রুতি বলেন, আমার এবং আমার ঘনিষ্ঠজনদের জন্য এটি খুব কঠিন পরিস্থিতি। বিশেষ করে আমার জন্য এটি খুব কঠিন সময়। এই কঠিন পরিস্থিতি সামাল দেওয়া ভীষণ জটিল। আমিও একজন নারী, আমারও অনুভূতি আছে, আমার ঘনিষ্ঠজনদেরও অনুভূতি আছে।আপনারা সবাই এটিকে খারাপ থেকে আরো খারাপ করে তুলছেন।

অনুরোধ জানানোর পাশাপাশি ক্ষোভ উগরে শ্রুতি বলেন, ‘আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, সব কিছু দাবানলের মতো ছড়িয়ে দেবেন না। তার পরও যদি একই কাজ করেন, তবে আপনি আপনার মা-বোন বা বান্ধবীর ভিডিও দেখুন। কারণ তারাও মেয়ে, তাদেরও আমার মতো শরীর আছে। সুতরাং তাদের ভিডিও উপভোগ করুন।

- Advertisement -

Related Articles

Latest Articles