3.9 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

‘ফ্ল্যাটে সুটকেসে ভরে রেখেছি বউকে…’, শ্বশুরবাড়ির লোককে ফোন করে বললেন স্বামী

‘ফ্ল্যাটে সুটকেসে ভরে রেখেছি বউকে…’, শ্বশুরবাড়ির লোককে ফোন করে বললেন স্বামী - the Bengali Times
বন্ধ ফ্ল্যাটের ভিতর সুটকেস থেকে মিলল স্ত্রীয়ের ক্ষতবিক্ষত দেহ অভিযুক্ত স্বামী

স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মহারাষ্ট্রের পুনে থেকে স্ত্রীকে খুনে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম রাকেশ। তাঁর বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে স্ত্রীয়ের সুটকেস বন্দি মৃতদেহ। মৃতার নাম গৌরী অনিল সামবেদকর। বয়স ৩২ বছর। পুলিশ সূত্রে খবর, ওই তরুণীকে ছুরি মেরে, গলার নলি কেটে খুন করা হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

সূত্রের খবর, গৌরীর মৃত্যুর খবরটি সামনে আসে রাকেশের একটি ফোন কলে। গৌরীর বাবা-মাকে ফোন করে রাকেশ নিজের অপরাধ স্বীকার করেন বলে জানা গিয়েছে। সেই ফোনেই তিনি জানান, স্ত্রীকে খুন করে তাঁর দেহ সুটকেসে পুরে বেঙ্গালুরুর ফ্ল্যাটে রেখে এসেছেন। এর পর ফ্ল্যাট মালিককে ফোন করে নিজেই বিষয়টি জানান অভিযুক্ত বলে খবর। ফ্ল্যাট মালিকই খবর দেন পুলিশে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ওই ফ্ল্যাটটিতে ভাড়ায় থাকছিলেন রাকেশ-গৌরী।

- Advertisement -

বেঙ্গালুরুর হুলিমাভু পুলিশ স্টেশনের আওতায় পড়ে ওই এলাকা। খবর পাওয়া মাত্র সেখানে পৌঁছয় পুলিশ। ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। অভিযুক্তের বয়ান অনুযায়ী বাথরুম থেকে উদ্ধার হয় গৌরী অনিল সামবেদকরের ক্ষতবিক্ষত দেহ। সুটকেসের মধ্যে দুমড়েমুচড়ে ঢোকানো ছিল তাঁর দেহটি। পুলিশ সূত্রে খবর, খুনের পর মহারাষ্ট্রের পুনেতে পালিয়ে গিয়েছিলেন রাকেশ। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, রাকেশ একটি বেসরকারি সংস্থায় প্রজেক্ট ম্যানেজার পদে কাজ করতেন। গৌরী মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন। বেঙ্গালুরু আসার পর থেকেই চাকরির খোঁজ করছিলেন। রাকেশ গৌরীর মধ্যে বিয়ের পর থেকে রোজই অশান্তি হতো বলে জানিয়েছেন আত্মীয়রা। ঝগড়ার সময় স্ত্রীয়ের গায়ে হাতও তুলতেন রাকেশ বলে অভিযোগ। জেরায় জানা গিয়েছে, গত ২৬ মার্চ দুজনের মধ্যে ঝগড়ায় সময় আচমকা ছুরি দিয়ে গৌরীর পেটে আঘাত করেন রাকেশ। পরে মৃত্যু নিশ্চিত করতে স্ত্রীয়ের গলার নলি কেটে দেন তিনি। পরে মৃতদেহ কী ভাবে লোপাট করবে তা ভেবে না পেয়ে দেহ বাথরুমে ঢুকিয়ে সুটকেসে প্যাক করে পুনে পালিয়ে যান অভিযুক্ত।

- Advertisement -

Related Articles

Latest Articles