17.4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

স্ত্রীর সঙ্গে মেসির এক ছবিতে ইনস্টাগ্রামে তোলপাড়

স্ত্রীর সঙ্গে মেসির এক ছবিতে ইনস্টাগ্রামে তোলপাড় - the Bengali Times

স্ত্রী আন্তোনেলার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে মেসি

আর এক মাস পরই জীবনের মঞ্চে ফিফটি পূর্ণ হবে ইংলিশ কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের। সেই মাইলফলক উদযাপনের প্রাক-প্রস্তুতি হিসেবে সম্প্রতি মায়ামিতে এক জাঁকজমকপূর্ণ পার্টি দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির এই সহ-কর্ণধার।

সেখানে সস্ত্রীক হাজির হন ইন্টার মায়ামির পোস্টারবয় লিওনেল মেসি। পার্টিতে ডার্ক স্যুটে দেখা দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরনে ছিল সবুজ বডিকন পোশাক। তবে সে পার্টিতে যাওয়ার আগেই অবশ্য ইনস্টাগ্রামে আন্তোনেলার পোস্ট করা ছবিতে মজেছেন নেটিজেনরা।

- Advertisement -

সে ছবিতে দেখা যায়, বাঁ হাত দিয়ে স্ত্রীকে বুকের কাছে টেনে ধরেছেন মেসি। চোখে চোখ, ঠোঁট দুটোর মাঝে ইঞ্চিখানে দূরত্ব। পরিপাটি চুলদাড়িতে মেসির অবয়ব ঠিকরে বেরোচ্ছিল এক তরুণ প্রেমিকের প্রতিচ্ছবি।

বেকহ্যামের পার্টিতে শুধু মেসি-দম্পতি নয়, খেলাধুলা ও বিনোদন জগতের অনেক তারকাই হাজির হয়েছিলেন।

ইন্টার মায়ামিতে মেসির বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেটস, জর্দি আলবা ও লুইস সুয়ারেস ছিলেন। গায়ক মার্ক অ্যান্থনি, পপ দল স্পাইস গার্লসের সাবেক সদস্য ও বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম পার্টির শোভা বাড়িয়েছেন। এছাড়া ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) কিংবদন্তি টম ব্র্যাডি ও ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) কিংবদন্তি শাকিলে ও’নিল-ও ছিলেন এই পার্টিতে।

বেকহাম তার ইনস্টাগ্রামেও পার্টির কিছু স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘ভাবলাম একটু আগেই উদযাপন শুরু করি। মায়ামিতে বিশেষ একটা রাত। ৫০তম জন্মদিন উদযাপনের শুরুতে অসাধারণ কিছু বন্ধু ও পরিবারকে পেয়ে খুব সৌভাগ্যবান লাগছে।’

- Advertisement -

Related Articles

Latest Articles