
নতুন প্রজন্মের অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’-এ অভিনয় করে প্রথম আলোচনায় আসেন। এরপর মহানগর ওয়েব সিরিজে অল্প সময়েই পর্দায় উপস্থিতিতেই দাপটের সঙ্গে মনোযোগ কেড়েছেন এই অভিনেত্রী। বর্তমানে টিভি নাটক, ওয়েব কনটেন্টে তুমুল ব্যস্ত এই অভিনেত্রী।
জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী চমক সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এসে তার ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন, “আমার মধ্যে যদি কোনো ঝামেলা থাকতো তাহলে আমি মাত্র তিন বছরে দেড়শোর মতো নাটক করতে পারতাম না। বাংলাদেশের বড় বড় ডিরেক্টরের সাথে আমার কাজ হয়েছে। কোনো সিনিয়র ডিরেক্টর আমার নামে কমপ্লেন করতে পারবে না।”
রুকাইয়া জাহান চমকের এই বক্তব্য তার আত্মবিশ্বাসের প্রতিফলন বলে মনে করছেন অনেকেই। তিনি নাট্যাঙ্গনে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং স্বল্প সময়ে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন।