2.8 C
Toronto
রবিবার, এপ্রিল ৬, ২০২৫

চীনের শুল্কে ক্ষতিগ্রস্ত হতে পারেন কানাডার ক্যানোলা উৎপাদকরা

চীনের শুল্কে ক্ষতিগ্রস্ত হতে পারেন কানাডার ক্যানোলা উৎপাদকরা - the Bengali Times
ক্যানোলা পর্ক ও অন্যান্য খাদ্য সামগ্রীকে লক্ষ্য করে চীনের হঠাৎ প্রতিশোধমূলক শুল্কে আরোপে ক্ষতির মুখে পড়তে পারে কানাডার ক্যানোলা উৎপাদকরা

ক্যানোলা, পর্ক ও অন্যান্য খাদ্য সামগ্রীকে লক্ষ্য করে চীনের হঠাৎ প্রতিশোধমূলক শুল্কে আরোপে ক্ষতির মুখে পড়তে পারে কানাডার ক্যানোলা উৎপাদকরা। ক্যানোলা কাউন্সিল অব কানাডার প্রেসিডেন্ট ক্রিস ডেভিসন বলেন, এই শুল্ক অনেক বেশি এবং পুরো খাতজুড়ে এর প্রভাব টের পাওয়া যাবে।

তিনি বলেন, কানাডিয়ান ক্যানোলার সবচেয়ে বড় বাজার হচ্ছে চীন। প্রতি বছর কানাডা থেকে দেশটিতে ক্যানোলা রপ্তানি হয় প্রায় ৫০০ কোটি ডলারের। প্রতিশোধমূলক শুল্কের প্রভাব হবে ব্যাপক এবং পুরো শিল্পজুড়েই তা অনুভ‚ত হবে। যারা ফসলটি উৎপাদন করেন  সেই কৃষকের ওপর প্রভাব যেমন পড়বে একইভাবে যারা তাদেরকে সার ও অন্যান্য সামগ্রী সরবরাহ করে থাকে তাদের ওপরও পড়বে। একইভাবে এর প্রভাব পড়বে শস্য কোম্পানি ও প্রক্রিয়াকরণ শিল্প এবং শেষ পর্যন্ত রপ্তানিকারকদের ওপর।

- Advertisement -

ডেভিসন বলেন, আমরা যে পরিস্থিতির মুখে পড়েছি তা সমাধানে শিগগিরই কানাডিয়ান সরকারের কাজ করব। একইসঙ্গে যত দ্রুত সম্ভব একটি সমাধানের দিকেও যাব।

চীনে উৎপাদিত বৈদ্যুতিক গাড়ি, অ্যালুমিনিয়াম ও ইস্পাত পণ্যের ওপর শুল্ক ফিরিয়ে আনার পাল্টা পদক্ষেপ হিসেবে নির্ধারিত কিছু কানাডিয়ান কৃষিপণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। কানাডিয়ান ক্যানোলা তেল এবং ছোলার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। এ ছাড়া ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে পর্ক ও জলজ পণ্যের ওপর।

আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী মেরি এনজি, কৃষি ও কৃষিখাদ্যমন্ত্রী লরেন্স অ্যাকঅলে এবং মৎস্যমন্ত্রী ডায়ানে লেবুথিলার শনিবার রাতে এক যৌথ বিবৃতিতে বলেন, চীনের শুল্ক আরোপের ঘোষণায় তারা খুবই হতাশ হয়েছেন। আমাদের কৃষক ও মৎস্যজীবীরা কানাডিয়ান ও আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারদের জন্য বিশ্বমানের খাদ্য উৎপাদন করে থাকেন। কানাডিয়ান কর্মীদের সুরক্ষার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং কৃষি ও মৎস্যখাতে কানাডিয়ান কঠোর পরিশ্রমী কৃষক ও মৎস্যজীবীদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াব।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles