2.5 C
Toronto
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

পোশাক পরিবর্তনের সময় রুমে ঢুকে পড়েন পরিচালক

পোশাক পরিবর্তনের সময় রুমে ঢুকে পড়েন পরিচালক - the Bengali Times
শালিনী পাণ্ডে

কয়েক মাসে ধরে দক্ষিণের চলচ্চিত্র জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন একাধিক অভিনেত্রী। এবার এক ‘অস্বস্তিকর’ অভিজ্ঞতার কথা জানালেন শালিনী পাণ্ডে।

‘অর্জুন রেড্ডি’ ছবিতে অভিনয় করার পর থেকে জনপ্রিয়তা পেতে শুরু করেন অভিনেত্রী। তিনি সম্প্রতি ‘মহারাজ’ ও ‘ডাব্বা কার্টেল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। শালিনী তার কর্মজীবনের শুরুর দিকের অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে সেসব কথা জানান এ অভিনেত্রী।

- Advertisement -

‘ব্যাটম্যান’ খ্যাত ভ্যাল কিলমার মারা গেছেন‘ব্যাটম্যান’ খ্যাত ভ্যাল কিলমার মারা গেছেন
তিনি জানান, অভিনয় করতে গিয়ে বিভিন্ন রকম পুরুষের মুখোমুখি হতে হয়েছে। তাদের কেউ কেউ অত্যন্ত ভদ্র। আবার অনেকে ভদ্রতার ধার ধারেন না। কিছু পুরুষের জন্যই নিজের চারদিকে গণ্ডি নাকি টানতে শিখেছেন তিনি। দক্ষিণী চলচ্চিত্র জগতে এমনই একজন পরিচালকের কথা জানান তিনি।

অভিনেত্রী জানান, একবার প্রসাধনী ভ্যানে তৈরি হচ্ছিলেন। তিনি যখন পোশাক বদলাচ্ছেন, ঠিক তখনই ছবির পরিচালক ঢুকে পড়েছিলেন ভ্যানে। প্রবেশ করার আগে ভ্যানের দরজায় কড়া পর্যন্ত নাড়েননি। এমন ঘটনায় চমকে গিয়েছিলেন তিনি। পরিচালক ভ্যানে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে, তিনি চিৎকার করতে শুরু করেন। থতমত খেয়ে গিয়েছিলেন ২২ বছর বয়সী অভিনেত্রী।

পরিচালক বেরিয়ে যাওয়ার পরে কলাকুশলীরা অভিনেত্রীকে ওই ভাবে চিৎকার করা ঠিক হয়নি বলা জানান। কলাকুশলীদের কথার সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান শালিনী। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, কারও ঘরে ঢোকার আগে কড়া নাড়া নূন্যতম সভ্যতার মধ্যে পড়ে।

তিনি বলেন, আমি চিৎকার করছিলাম বলে অনেকেরই মনে হয়েছিল আমি খুব রাগী মানুষ। কিন্তু আমি নিজেকে রক্ষা করার জন্য প্রতিক্রিয়া দিয়ে ফেলেছিলাম মাত্র। এই ঘটনার পর থেকে নিজের চারপাশে আরও সচেতন ভাবে গণ্ডি টানতে শিখেছি।

- Advertisement -

Related Articles

Latest Articles