9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

বিদেশে সাবেক ৪ মন্ত্রীর বিলাসী জীবন

বিদেশে সাবেক ৪ মন্ত্রীর বিলাসী জীবন - the Bengali Times
যুক্তরাজ্যে কফি আড্ডায় আলীগের ৪ মন্ত্রী

৫ আগষ্টের পর পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা বিদেশে বসে এবার রাজকীয় ঈদ উদযাপন করেছেন। তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর দেশে ঘাপটি মেরে থাকা নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে সমালোচনার ঝড় তুলেছেন। আর যারা বিভিন্ন মামলায় জেল হাজতে রয়েছেন তারা করছেন আক্ষেপ। ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে তারা অবস্থান করছেন।

জানা গেছে, এসব নেতা দেশ থেকে পাচারকৃত টাকায় বিলাসী জীবনযাপন করছেন সেখানে। যেসব দেশে তারা পালিয়ে বা আত্মগোপনে আছেন, সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তার সঙ্গে নতুন মাত্রায় যোগ হয়েছে যুক্তরাজ্যে ঈদ উদযাপনের হাস্যোজ্জ্বল ছবি। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের তৃণমূল নেতাকর্মীদের অনেকে দেশেই মামলা ও গ্রেফতার আতঙ্কে বাড়িছাড়া অবস্থায়। শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীদের বিদেশে বিলাসী ঈদ উদযাপনের ছড়িয়ে পড়া ছবি দেখে অনেকেই বলছেন, তাদের সঙ্গে উপহাস করা হয়েছে। জনসাধারণের মাঝেও তীব্র ঘৃণা সৃষ্টি হয়েছে। এ নিয়ে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

- Advertisement -

যদিও অপর একটি সূত্র জানায়, ভারতে বসে বাংলাদেশে আত্মগোপনে থাকা কর্মীদের এবার ঈদের বকশিশের নামে টাকা পাঠিয়েছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। মূলত হুন্ডির মাধ্যমে তারা যার যার নির্বাচনি এলাকায় এই টাকা পাঠিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের সাধারণ মানুষ যখন অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিপর্যস্ত, তখন আওয়ামী লীগের এই সাবেক প্রভাবশালী নেতাদের বিলাসী জীবনযাত্রা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কতটা দুর্নীতিগ্রস্ত ছিল তাদের শাসনামল।

মঙ্গলবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে সাবেক ৪ মন্ত্রীকে একই ফ্রেমে দেখা যায়। তাদের মধ্যে রয়েছেন-সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে মঙ্গলবার ওই সাবেক চার মন্ত্রী হাসপাতালে যান। এছাড়া যুক্তরাজ্যের একটি নামকরা রেস্টুরেন্টে জমকালো আয়োজনে ঈদ উদযাপন করতে দেখা গেছে আওয়ামী লীগের একাধিক নেতাকে। তারা সাঙ্গোপাঙ্গদের নিয়ে সেসব অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন, যা মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের প্রশ্ন, দেশকে সংকটে রেখে কীভাবে এসব ফ্যাসিস্ট নেতা বিদেশে এত আয়েশি জীবনযাপন করছেন। পাচারের টাকায় তারা বিলাসী জীবনযাপন করছেন বলেও মন্তব্য করছেন তারা।

বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের এই নেতারা ক্ষমতায় থাকার সময় অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এসব টাকা দিয়ে বিদেশে বাড়ি, রেস্টুরেন্ট, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ নানা ধরনের সম্পদ গড়ে তুলেছেন। তাদের অনেকেই কানাডার ‘বেগমপাড়ায়’ পরিবারসহ আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন। কেউ কেউ বিলাসবহুল গাড়ি কিনে বিদেশি শহরগুলোতে ঘুরে বেড়াচ্ছেন।

সাধারণ মানুষ বলছেন, দেশের সম্পদ লুট করে এরা আজ বিলাসী জীবনযাপন করছে, অথচ দেশের সাধারণ জনগণ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে। এটি চরম অন্যায় ও অন্যায্য।

একজন নেতা বলেন, আমাদের নেতারা দেশের টাকা লুট করে বিদেশে আয়েশ করছে। আমরা কষ্টে থাকব আর তারা বিলাসী জীবনযাপন করবে-এটা মেনে নিতে কষ্ট হচ্ছে।

দেশের সাধারণ জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের এই দুর্নীতিবাজ নেতাদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা উচিত। পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের অর্থনীতিতে পুনঃবিনিয়োগ করা প্রয়োজন। তারা বলছেন, ‘যেসব দুর্নীতিবাজ নেতা দেশের অর্থ লুটপাট করে বিদেশে পালিয়েছেন, তাদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনের আশ্রয় নেওয়া উচিত। দেশের সম্পদ বিদেশে চলে যাওয়া মানে দেশের জনগণের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়া।’

- Advertisement -

Related Articles

Latest Articles