6.2 C
Toronto
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

শিশু ছেলে-মেয়েকে কাদিঁয়ে টাকা নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী

শিশু ছেলে-মেয়েকে কাদিঁয়ে টাকা নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী - the Bengali Times

ফরিদপুরের ভাঙ্গায় ১৬ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে নুসাইবা আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই প্রবাসীর স্ত্রীর সৌরভ নামের ১২ বছর বয়সী একটি ছেলে ও তানহা নামের ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। পালিয়ে যাওয়ার পর থেকে শিশু ছেলে-মেয়ে এখন মায়ের পথ চেয়ে কাঁদছে।

- Advertisement -

ওই স্ত্রীর স্বামী তৌফিক ফকির সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

এর আগে গত ৩১ শে মার্চ ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সম্প্রতি ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই প্রবাসীর স্ত্রীর স্বামী তৌফিক ফকির।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ বছর পূর্বে সিংগাপুর প্রবাসী তৌফিক ফকির বিয়ে করেন নিশ্চিন্তপুর গ্রামের হান্নান মিয়ার মেয়ে নুসাইবা আক্তারকে। কিছুদিন সংসার করে ফের প্রবাসে পাড়ি জমান তৌফিক ফকির। কিছু বছর পর পর বাড়ি ফিরতেন তিনি। এর মধ্যে দুটি সন্তানের জন্ম হয়। ওই প্রবাসী দেশের বাইরে থাকায় ননদের স্বামী রফিকুল ইসলাম ফয়সাল নামে এক যুবকের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। পরে ওই পরকীয়া প্রেমিকের হাত ধরে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয় প্রবাসীর স্ত্রী।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles