
প্রেম করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান? জোর জল্পনা সর্বত্র। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন এই জল্পনা শুরু হয়েছিল। ভারত–বাংলাদেশ ম্যাচে গ্যালারিতে ধাওয়ানের পাশে বসেছিলেন এক ‘রহস্যময়ী নারী’। একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, ওই মহিলার নাম সোফিয়া শাইন। আয়ারল্যান্ডের বাসিন্দা।
এতদিন জল্পনা চললেও এবার ধাওয়ান যা বললেন, তাতে বলা যেতেই পারে যে তিনি ‘সম্পর্কে’ রয়েছেন। ভাইরাল হয়েছে একটি ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ভিডিওয় দেখা গিয়েছে, একটি অনুষ্ঠানে গিয়েছেন ধাওয়ান। সেই অনুষ্ঠানে উপস্থাপক ধাওয়ানকে তাঁর বান্ধবী, নাম ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করছেন। ধাওয়ান শুরুতে উপস্থাপকের প্রশ্নের প্রতিবাদ করলেও শেষমেশ তিনি বলেন, ‘আমি কারও নাম নেব না। তবে ঘরের সবচেয়ে সুন্দরী মেয়েটি আমার বান্ধবী।’
২০২৩ সালেই ধাওয়ানের ডিভোর্স হয়ে গেছে। যদিও ছেলে জোরাবরের সঙ্গে তিনি যোগাযোগ রাখেন। তাঁর বয়স এখন ১১। ভিডিও কলেই ছেলের সঙ্গে কথা হয় ধাওয়ানের। তবে ছেলেকে দেখতে পাননা। কিছুদিন আগে ধাওয়ান জানিয়েছিলেন, ‘প্রায় দুই বছর হল ছেলেকে দেখিনি। শেষ কথা হয়েছে একবছর আগে। এটা মেনে নেওয়া খুব কঠিন। কিন্তু এটাকে মেনে নিয়েই চলতে হবে।’
৩৯ বছরের ধাওয়ানের প্রথম স্ত্রী ছিলেন আয়েষা মুখার্জি। কয়েক বছরের বিবাহিত জীবন শেষ হয় ২০২৩ সালে। বিবাহবিচ্ছেদ হয় ধাওয়ানের। কিন্তু ছেলে থাকে প্রাক্তন স্ত্রী’র কাছে।
এতদিন একাই ছিলেন ধাওয়ান। এবার কী তবে আইরিশ সুন্দরীর প্রেমে মজলেন গব্বর!