5.8 C
Toronto
শনিবার, এপ্রিল ৫, ২০২৫

ভিডিও কলে প্রেমিকের আত্মহত্যা, প্রতিবাদে গাছে বাঁধা হলো প্রেমিকাকে

ভিডিও কলে প্রেমিকের আত্মহত্যা, প্রতিবাদে গাছে বাঁধা হলো প্রেমিকাকে - the Bengali Times
ছবি সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ঘটনা ঘটেছে।

বুধবার বেলা ১১টার দিকে রাসেলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাসেল সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে।

- Advertisement -

স্থানীয় বাসিন্দা স্বর্ণালী জানান, রাসেল ওই মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির এক প্রফেসরের সঙ্গে বিয়ে হয়ে গেছে এবং তাদের একটি সন্তানও রয়েছে। ঘটনার দিন সকাল ১১ টার দিকে রাসেলের আত্মহত্যার খবর পাওয়া যায়। সে সময় রাসেলের হাতে মোবাইল ফোন ছিল এবং ভিডিও কলে ওই নারীর সঙ্গে কথোপকথন চলছিল। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে ঝগড়া চলছিল।

আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে, এলাকাবাসী প্রেমিকা মারিয়াকে আটক করে গাছে বেঁধে রাখে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles