6.4 C
Toronto
শনিবার, এপ্রিল ৫, ২০২৫

সুপার পাওয়ার পেলে পরকীয়া বন্ধ করব: অপু

সুপার পাওয়ার পেলে পরকীয়া বন্ধ করব: অপু - the Bengali Times
অপু বিশ্বাস

সুপার পাওয়ার পেলে পরকীয়া বন্ধ করবেন বলে জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এখন অভিনয়ে খুব একটা সক্রিয় নন। বরং বিভিন্ন অনুষ্ঠান ও সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সাক্ষাৎকারমূলক একটি অনুষ্ঠানে অতিথি হয়ে অপু একথা জানালেন।

মূলত, অনুষ্ঠানটিতে র‌্যাপিড ফায়ার নামে একটি সেগমেন্টে জটপট উত্তর দিতে হয় অপু বিশ্বাসকে। সেখানে সঞ্চালক জানতে চান, আপনাকে সুপার পাওয়ার দেওয়া হলে কী করবেন? জবাবে অপু বিশ্বাস বলেন, “পরকীয়াটা বন্ধ করব। এমন আইন জারি করব যে, দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়।”

- Advertisement -

জীবনের কোন অভ্যাস পরিবর্তন করতে চান? এ প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, “মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি, মনের সব কথা বলে ফেলি। এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার।”

অপু বিশ্বাস তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অর্থ-খ্যাতি দুটোই পেয়েছেন। তারপরও তার কাছে জানতে চাওয়া হয়, ‘টাকা নাকি খ্যাতি’ কোনটা চান? জবাবে অপু বিশ্বাস বলেন, “টাকা।”

এ অনুষ্ঠানে কয়েকজন তারকার নাম বলেন সঞ্চালক। সংক্ষেপে তাদের নিয়ে মন্তব্য করতে বলেন অপু বিশ্বাসকে। প্রথমে শাকিব খানের ব্যাপারে জানতে চাওয়া হয়। অপু বিশ্বাস বলেন, “সৃষ্টিশীল ও ব্যবসায়ী।” মৌসুমীকে নিয়ে বলেন, “অ্যাডরেবল হট।” মেহজাবীন চৌধুরী? অপুর সটান জবাব, “সুইট।” আফরান নিশোকে নিয়ে মন্তব্য করতে গিয়ে অপু বিশ্বাস বলেন, “একটু দাম্ভিক।” জায়েদ খান প্রসঙ্গে এ নায়িকা বলেন, “নেতা নেতা টাইপ।”

- Advertisement -

Related Articles

Latest Articles