3.2 C
Toronto
সোমবার, এপ্রিল ৭, ২০২৫

ছাত্রদলের নেত্রীকে ধর্ষণের হুমকি, আত্মহত্যার চেষ্টা

ছাত্রদলের নেত্রীকে ধর্ষণের হুমকি, আত্মহত্যার চেষ্টা - the Bengali Times
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকার নিজ বাসায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় উর্মিকে লালমাটিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদলের সাবেক নেতা সোহেল রানা তথ্যটি নিশ্চিত করেছেন।

- Advertisement -

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বা একাধিক আইডি থেকে কেন্দ্রীয় ছাত্রদলের এই নেত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিবাদও জানান।

এদিকে রোববার (৬ এপ্রিল) রাতে উর্মির বোন মহিলা দল নেত্রী ফাতেমা তুজ জোহরা এক ফেসবুক পোস্টে জানান, ধর্ষণের হুমকির পর ছাত্রদলের কেন্দ্রীর নেতাকর্মীরা কেউ পাশে না দাঁড়ানোয় হতাশা থেকে সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে ধারণা।

আত্মহত্যা চেষ্টার আগে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন। ওই পোস্টে ছাত্রদল নেত্রী উর্মি উল্লেখ করেছেন, ‘সরি আব্বু-আম্মু। আমি ক্লান্ত। মাফ করে দিও।’

- Advertisement -

Related Articles

Latest Articles