3.2 C
Toronto
সোমবার, এপ্রিল ৭, ২০২৫

শেখ সাদীকে নিয়ে কী বললেন প্রভা?

শেখ সাদীকে নিয়ে কী বললেন প্রভা? - the Bengali Times
সংগৃহীত ছবি

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক মাধ্যমে বেশ সরব। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। এবার তিনি সামাজিক মাধ্যমে মত প্রকাশ করলেন জীবনসঙ্গী নিয়ে। আজ সোমবার নিজের ফেসবুকে প্রভা লিখেছেন, ‘সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা)তেমন কোন পুরুষ মানুষ দেখতে পাইনি। যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে।’

এরপর তিনি লেখেন, ‘যাক, আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক, এ রকম একটা সাপোর্টিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।’

- Advertisement -

তবে সালমান ও নাসিরের পর কাকে দেখে প্রভার এমন উপলব্ধি তা উল্লেখ করেননি অভিনেত্রী। যদিও মন্তব্যের ঘরে দু-একজন নেটিজেন তরুণ গায়ক শেখ সাদীর নাম উল্লেখ করেছেন।

সম্প্রতি পরীমনির বিরুদ্ধে তার তথাকথিত গৃহকর্মী পিংকির আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন শেখ সাদী। সমর্থন করেছেন অভিনেত্রীকে। সেই সঙ্গে পরীমনিকে নিয়ে ভুল তথ্য ছাড়ানোর প্রতিবাদও জানিয়েছেন তিনি। অনেকের ধারণা, সম্ভবত সাদীর এই কার্যক্রম দেখেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি দিয়েছেন প্রভা।

গুঞ্জন আছে, পরীমনির সঙ্গে প্রেম করছেন শেখ সাদী। অভিনেত্রীর সুখে-দুঃখে পাশে থাকতে দেখা যায় সাদীকে। এর আগে মামলায় পরীমনির জামিনদারও হয়েছিলেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles