-3.8 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

অন্তরঙ্গ দৃশ্যে নিয়ন্ত্রণ হারান অভিনেতা, যা করেছিলেন অনুপ্রিয়া

অন্তরঙ্গ দৃশ্যে নিয়ন্ত্রণ হারান অভিনেতা, যা করেছিলেন অনুপ্রিয়া - the Bengali Times
অনুপ্রিয়া গোয়েঙ্কা

অনুপ্রিয়া গোয়েঙ্কা বর্তমানে বলিউডের অনেক পরিচিত মুখ। ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’-এর মতো সিনেমায় নজর কেড়েছেন তিনি। এছাড়া বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও দেখা গেছে অভিনেত্রীকে। সম্প্রতি এক তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন বলিউডের পরিচিত মুখ অনুপ্রিয়া গোয়েঙ্কা।

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় সহ-অভিনেতার নিয়ন্ত্রনহীন আচরণ নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী। সিনেমার সেটে ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে কীভাবে অস্বস্তিতে পড়তে হয়েছিল তাকে, সেটাই জানালেন সিদ্ধার্থ কন্ননের সঙ্গে কথোপকথনে। অভিনেত্রীর অভিযোগ, এমনই এক দৃশ্যে অভিনয় করতে গিয়ে একজন অভিনেতা প্রায় তাঁর পশ্চাদ্দেশে হাতই দিয়ে দিচ্ছিলেন।

- Advertisement -

সাক্ষাৎকারে তিনি জানালেন, শুটিংয়ের সময় দুই বার এমন পরিস্থিতির শিকার হয়েছেন, যেখানে সহ-অভিনেতার উত্তেজনা তাঁর অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল! একবার তো চুম্বনের দৃশ্য শুটিংয়ের সময় তিনি বুঝতে পারছিলেন যে উল্টোদিকের মানুষটা নিজেকে সামলাতে পারছেন না! অনুপ্রিয়া বলেন, ‘তখনই মনে হয়েছিল, এটা তো ঠিক হচ্ছে না। অপমানিত লাগছিল।’

দ্বিতীয় আরেক ঘটনা শেয়ার করে অভিনেত্রী জানান, একবার তিনি এমন পোশাক পরেছিলেন যেখানে কোমর ধরে অভিনয় করাই স্বাভাবিক ছিল। কিন্তু সহ-অভিনেতা সরাসরি তাঁর নিতম্বে হাত রাখেন! অনুপ্রিয়া বলেন, ‘ওইটা একদমই দরকার ছিল না! কোমরেও তো ধরতে পারতো।

’ যদিও তাকে সরাসরি কিছু না বলে, অনুপ্রিয়া নিজেই তাঁর হাত তুলে কোমরে রাখেন আর নরম স্বরে বলেন, ‘পরের টেক থেকে এখানে ধরো, নীচে নয়।’

ঘনিষ্ঠ দৃশ্য মানেই কি ঝাঁপিয়ে পড়তে হবে? অনুপ্রিয়ার মতে, তা কিন্তু নয়! তিনি বলেন, ‘আলতো করেও চুম্বন করা যায়, কিন্তু কেউ কেউ যেন অতিরিক্ত উৎসাহী হয়ে পড়ে এসব দৃশ্যের শুটিংয়ে, যা পুরো ব্যাপারটাকে অস্বস্তিকর করে তোলে।’

বলিউডের সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য প্রায়ই দেখা যায়। এসব দৃশ্যে অভিনয় করাটা মোটেও সহজ নয়। বিশেষ করে অভিনেত্রীদের জন্য। কখনো কখনো সহ-অভিনেতারা যেমন সর্বাত্মক সহযোগিতা করেন, আবার কিছু ক্ষেত্রে ঘটে যায় ব্যতিক্রম ঘটনা।

 

- Advertisement -

Related Articles

Latest Articles