13 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

‘মান্নাত’ ছেড়ে ভাড়া বাসায় উঠেছেন শাহরুখ

‘মান্নাত’ ছেড়ে ভাড়া বাসায় উঠেছেন শাহরুখ - the Bengali Times
ছবি সংগৃহীত

ভারতের মুম্বাই শহরের হেরিটেজ স্থাপত্যের তকমা পাওয়া ‘মান্নাত’ বাড়িটি নিয়ে ভক্তদের আবেগও কম নয়। কারণ বাড়িটি ছিল বলিউড কিং শাহরুখ খানের। জন্মদিন কিংবা যেকোনো উৎসবে- নায়ককে এক নজর দেখতে হাজারো ভক্ত জড়ো হতেন মান্নাতের সামনে।

অনেকদিন থেকে শোনা যাচ্ছিল, মান্নাত ছেড়ে দেবেন শাহরুখ। তাই হলো। সদ্যই সপরিবারে বাড়িটি ছাড়লেন শাহরুখ। উঠলেন নতুন একটি ভাড়া বাসায়। সঙ্গে মাস গেলে তাকে গুনতে হবে মোটা অঙ্কের টাকাও।

- Advertisement -

শাহরুখের ‘মান্নাত’ ছাড়ার কারণ হলো বাড়ি সংস্কার। জানা গেছে, বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চারতলা ভাড়া নিয়েছেন অভিনেতা। তার মান্নাতে যতদিন কাজ চলবে, ততদিনই পুরো পরিবারকে নিয়ে নতুন বাসায় থাকবেন তিনি। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে তাদের বাড়ি পালটানোর কাজ।

আরও জানা গেছে, শাহরুখের নতুন এই বাড়িটি মান্নাতের আয়তনের অর্ধেক। এক প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িটির আয়তন ১০ হাজার ৫০০ বর্গফুট, যেখানে মান্নাত ২৭ হাজার বর্গফুট।

এ খবর নজর এড়ায়নি সাংবাদিকদের। ম্যানেজার পূজা দাদলানি এবং মেয়ে সুহানা খানের সঙ্গে তার নতুন বাড়িতে প্রবেশ করেন শাহরুখ। প্রায় দুই বছর সেখানে থাকার পরিকল্পনা রয়েছে নায়কের।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চারতলার ওই বাড়িটির জন্য মাসে ২৪ লাখ রুপি গুনতে হবে শাহরুখকে। ভবনটি জ্যাকি ভাগনানি, তার বোন দীপশিখা দেশমুখ এবং তাদের বাবা এবং প্রযোজক বাশু ভাগনানির মালিকানাধীন।

- Advertisement -

Related Articles

Latest Articles