সমবয়সি তরুণদের সঙ্গে সম্পর্কে জড়িয়েও মন বসাতে পারেন না উইসকনসিনের বাসিন্দা টিফানি। তাঁর ভালোবাসার সংজ্ঞা আলাদা—৭০ থেকে ৮০ বছর বয়সি বৃদ্ধদের সঙ্গেই সবচেয়ে বেশি সুখী বোধ করেন তিনি। তাই ডেটিং অ্যাপ নয়, মাঝেমধ্যে তিনি চলে যান সোজা বৃদ্ধাশ্রমে। সেখানে কোনও বৃদ্ধকে ভালো লাগলে তাঁকে নিজের বাড়িতে নিয়ে এসে কাটান কিছু ঘনিষ্ঠ মুহূর্ত।
এই অনুভূতিকে শুধু মনের ব্যাপার নয়, পেশায় রূপ দিয়েছেন টিফানি। এখন তিনি অর্থের বিনিময়ে বয়স্কদের সঙ্গে সম্পর্কে থাকেন। এমনকি তাঁদের সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়াতেও।
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, টিফানির বয়স তাঁর প্রেমিকদের তুলনায় দুই থেকে তিন গুণ কম। কিন্তু মন টানে কেবল তাঁরাই। মানসিক এবং শারীরিক, উভয় ধরনের সম্পর্কেই সুখ পান তিনি। যদিও সমাজের অনেকেই তাঁর এই পথকে ভালো চোখে দেখছেন না। কটাক্ষ, সমালোচনার মুখে পড়তে হয়েছে টিফানিকে।
তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে টিফানির স্পষ্ট কথা—এটা অভিনয় নয়, ভালোবাসা দিয়েই সম্পর্কে জড়ান তিনি। বয়স নয়, অনুভূতিই তার কাছে আসল।