13 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

ঘনিষ্ঠতা মানেই যৌনতা নয়, বললেন অভিনেত্রী

ঘনিষ্ঠতা মানেই যৌনতা নয়, বললেন অভিনেত্রী - the Bengali Times
অনুরাধা মুখোপাধ্যায়

ওটিটি থেকে ছবির জগতে পরিচিত মুখ অনুরাধা মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে তাঁর অভিনয় বারবার মন ছুঁয়েছে দর্শকের। বরাবরই স্পষ্টভাষী তিনি। মনের কথা সপাটে বলতেই পছন্দ করেন অভিনেত্রী। সম্পর্কের টানাপোড়েন থেকে বিচ্ছেদ প্রসঙ্গে রসিকতা, এখন টলিপাড়ায় চলছে নানা কাণ্ড। তার মাঝেই সমাজমাধ্যমে চাঁচাছোলা পোস্ট অনুরাধার। যৌনতা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন অনুরাধা মুখোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন, “মানুষ ভাবে, ঘনিষ্ঠতা মানেই তার সঙ্গে যৌনমিলনের যোগসূত্র রয়েছে। কিন্তু ঘনিষ্ঠতার সঙ্গে সত্যের যোগ রয়েছে। যখন কেউ অন্যকে তার সত্য বলার উপলব্ধি করে, যখন কেউ অন্যের সামনে খোলাখুলি দাঁড়ানোর পর উল্টো দিক থেকে উত্তর আসে যে ‘তুমি আমার কাছে সুরক্ষিত রয়েছ’— সেটাই আসলে ঘনিষ্ঠতা।”

- Advertisement -

সাম্প্রতিক সময়ে ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারেও প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, যৌনতা নিয়ে কথা বলেন অভিনেত্রী। সেখানে তিনি বলেছেন, ‘যৌনমিলন তো এখন ভালোবেসে পোশাক কেনার সমতুল্য হয়ে গিয়েছে। কাউকে পছন্দ হল। তারপর শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হল।

তবে পাল্টা যুক্তি তুলে ধরলেন অনুরাধা। তিনি বললেন, কিন্তু একটা সময় পর শারীরিক আকর্ষণ তো কমে যায়। তখন দেখা যায় যে, মানুষটার সঙ্গে হয়তো মনের মিলই নেই।’

গত এক বছরে টলিউডে একাধিক বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। এ প্রসঙ্গে অনুরাধা বলেন, ‘বিবাহবিচ্ছেদ নিয়েও সমাজমাধ্যমে যে কী হচ্ছে, তা তো দেখতেই পাচ্ছি আমরা! সম্পর্কগুলোই যেন আগাছার মতো হয়ে গিয়েছে। গজিয়ে উঠল। তার পর মনে হল, কেটে দিলাম!’

- Advertisement -

Related Articles

Latest Articles