13 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

‘টাকার জন্য ৫০ নম্বর বউ হতে সমস্যা নেই’

‘টাকার জন্য ৫০ নম্বর বউ হতে সমস্যা নেই’ - the Bengali Times
মিষ্টি জান্নাত ছবি সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার ক্যারিয়ার শুরু, এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত্য চিকিৎসকও বটে।

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিনয়ের চেয়ে তার ব্যক্তিগত জীবন ও নানা মুখরোচক গল্পের জন্যই বেশি আলোচিত। এবার তিনি জানালেন, টাকার জন্য ৫০ নম্বর বউ হতে তার কোনো সমস্যা নেই।

- Advertisement -

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিষ্টি জান্নাতের কাছে উপস্থাপিকা প্রেমিকদের বিষয় নিয়ে প্রশ্ন করেন। তিনি জানতে চান, প্রেমিকরা ভালো আছেন কি না, তারা কোথায় আছেন এবং তাদের সাথে সময় কাটান কি না।

এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয়, এই ঈদে সালামি কার কাছ থেকে কত পেয়েছেন। মিষ্টি জান্নাত জানান, তিনি সবার কাছ থেকেই সালামি পেয়েছেন। উপস্থাপক প্রশ্ন করেন, ‘আপনি কতজনের সঙ্গে সম্পর্ক রেখেছেন?’ উত্তরে মিষ্টি বলেন, ‘১০ থেকে ১৫ জনের সঙ্গে।’ তিনি আরও বলেন, ‘আমি কারো মন ভাঙতে চাই না, কারণ মন ভাঙা আর মসজিদ ভাঙা একই কথা। তাই সবার সাথে সম্পর্ক রেখেছি।’

তাকে পরবর্তীতে প্রশ্ন করা হয়, ‘যদি কোনো ছেলের অনেক টাকা থাকে, কিন্তু সে বিবাহিত হয়, তাহলে কি আপনি তাকে বিয়ে করবেন?” মিষ্টি জান্নাত বলেন, “টাকার জন্য ৫০ নম্বর বউ হতেও আমার কোনো সমস্যা নেই।’

মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles