10.5 C
Toronto
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫

ঝরাপাতা

ঝরাপাতা - the Bengali Times
কয়েকদিন পরেই পত্রপল্লবহীন গাছগুলো করুণ চোখে দাঁড়িয়ে থাকবে

চারদিকে কত রং। লাল, কমলা, হলুদ, সবুজ, বাদামি নানা রঙের খেলা। নানা রঙে সেজেছে গাছের পাতা। এ এক অপরূপ দৃশ্য। সবাই ছুটছে পাতার রঙের খেলা দেখতে। এই সৌন্দর্য দেখা থেকে কেউ বঞ্চিত হতে চায় না। কারো হাতে ক্যামেরা, রঙিন পাতার ছবি তুলছে, কেউ করছে ভিডিও। মানুষ সৌন্দর্যের পুজারী, যেখানে সুন্দরের খেলা সেখানেই আমরা সবাই ছুটে যাই। পাতাতে রঙের ছোঁয়া লাগার সাথে সাথেই আমরা এখানকার সব বন্ধুরা বেরিয়ে পড়ি ঝরাপাতার সৌন্দর্য দেখতে। রঙিন পাতার সাজ বেশিদিন থাকে না। ইতিমধ্যে বেশ কিছু রঙিন পাতা ঝরতে শুরু করেছে। সে আরেক রূপ প্রকৃতির। রঙিনপাতা আনন্দ দিলেও ঝরাপাতায় বাজছে বিষণœতার সুর। সময় এসেছে গাছের পাতাদের বিদায় জানাবার। কিছুদিনের মাঝেই ঝরে যাবে সব পাতা।

কয়েকদিন পরেই পত্রপল্লবহীন গাছগুলো করুণ চোখে দাঁড়িয়ে থাকবে। শুরু হবে কনকনে ঠান্ডা আর মাঝে মাঝে তুষারপাত। সময় জিনিশটা বড্ড নিষ্ঠুর। তাকে যতই ভালোবাসা দেয়া হোক না কেন, সে চলেই যাবে। কারো কোনো শক্তি নেই তাকে ধরে রাখার।

- Advertisement -

আমরা শীতের দেশের মানুষগুলো উজ্জ্বল সূর্য, গ্রীষ্মের উষ্ণ হাওয়াতে মাতাল হয়ে উঠি। কয়েকটি মাত্র মাস, যতটা পারা যায় উপভোগ করে নেবার ইচ্ছে সবার। তারপরই রঙিন পাতা বাজাতে থাকবে বিদায়ের সুর।

বেশ কয়েক সাপ্তাহ যাবৎ পাখিদেরও দেখা যাচ্ছে ঘনঘন সভাসমিতি করতে। শীত আসার আগেই তাদের উড়ে চলে যেতে হবে উষ্ণ কোনো স্থানে। পাখিরা বড় বেশি উদ্বিগ্ন। শত শত পাখি মিলিত হচ্ছে খোলা কোনো মাঠে। কেউ বসে কেউ দাঁড়িয়ে মত বিনিময় করছে। আরো ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে এসে মিলিত হচ্ছে তাদের সমাবেশে। তবে বিভিন্ন জাতের পাখিরা মিলিত হচ্ছে বিভিন্ন খোলা জায়গাতে তাদের গোত্রের পাখিদের সাথে। সময় হলেই ওরা তাদের দলীয় নেতার সাথে উড়াল দেবে। খোলা আকাশই তাদের স্বাধীন জায়গা, সেখানে কাঁটাতারের বেড়া পার হতে হয় না।

ভিসা পাসপোর্টের কোনো দরকার নেই। পাখিরই স্বাধীনতা আছে ইচ্ছে মতো আকাশের মাঝে উড়ে বেড়াবার। আকাশ তার উদার মুক্ত দুহাত বাড়িয়ে রেখেছে তাদের পৌঁছে দেবার জন্য। আকাশ তাদের সাথী, তাদের পথ প্রদর্শক। মানুষের তো সে স্বাধীনতা নেই, আমরা যে হাজারো নিয়ম-কানুনে বন্দি।

সেদিন পাতাদের রঙিন ভুবন দেখতে গিয়েছিলাম। রঙিন পাতাগুলো মাঝে মাঝে ঝরে যাচ্ছে। ঝরাপাতা নিয়ে কতজন কত ভঙিমাতে ছবি উঠাচ্ছে। ঝরে যাওয়া পতার মাঝেও লুকিয়ে আছে একটি বেদনার বার্তা। ঝরাপাতাগুলো উড়ে যেতে যেতে আমাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। ঝরাপাতার বিষণœতার সাথে সাথে আমার মনে রিনরিন করে বেজে উঠল, ‘ঝরাপাতা গো আমি আছি তোমারি দলে…’

ম্যাল্টন, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles