9 C
Toronto
শনিবার, এপ্রিল ১২, ২০২৫

বাংলাদেশ কমিউনিটির একজন গুরত্বপূর্ণ ব্যক্তিত্ব আজ মিন্টু

বাংলাদেশ কমিউনিটির একজন গুরত্বপূর্ণ ব্যক্তিত্ব আজ মিন্টু - the Bengali Times
কালেক্রমে টরন্টো বাংলাদেশ কমিউনিটির একজন গুরত্বপূর্ণ ব্যক্তিত্ব আজ মিন্টু

প্রিয় শহিদুল ইসলাম মিন্টুর আজ শুভ জন্মদিন। কালেক্রমে টরন্টো বাংলাদেশ কমিউনিটির একজন গুরত্বপূর্ণ ব্যক্তিত্ব আজ মিন্টু। ভালো লাগে যখন দেখি প্রিয়জন বৃক্ষের মত বড় থেকে আরো বড় হয়। কখনো দেখিনি মিন্টুকে নিজের ঢোল বাজাতে বাংলাদেশে অতপর কানাডায় যে সাফল্য ছুইয়েছে মিন্টু অন্য কেউ সাধারণ হলে নিজের সাফল্যনামা নিয়ে শোরগোল মাতিয়ে তুলতো।

মনে পড়ে টরন্টোতে একদিন আমার ডিজাইন প্রিন্টিং ফার্ম ‘ইনডিজানে’ । মিন্বটু এসে বল্লো-আমি আপনার বেঙ্গল গ্যালারীর বিশাল একক প্রদর্শনীতে বিবি রাসেলের সঙ্গে গিয়ে ছিলাম। বাংলা টাইমস নামে আমি একটি অনলাইন বাংলা সাপ্তাহিক বের করতে যাচ্ছি। প্রতি সংখ্যায় ফ্রন্ট পেইজে একটি আপনার কার্টুন চাই।

- Advertisement -

অনুরোধ এমন মার্জিত ছিলো,চোখে কিছু করার এমন দৃঢ়তা ছিলো যে আমার খুব ভালো লেগে গেলো। তারপর থেকে ৬ টি বছর দেশে থাকি কিংবা কানাডায় প্রতি হপ্তায় একটি কার্টুন এঁকে দিয়েছি। বেঙ্গলী টাইমস জনপ্রিয় হওয়ায় বারবার বলেছি প্রিন্ট পত্রিকা বের করতে। মিন্টুর একই উত্তর – সব কিছুর ইকবাল ভাই একটি মহেন্দ্রক্ষণ থাকে! সেই সময়ের অপেক্ষায় আছি। তারপরতো বেরুলো ‘ বাংলা মেইল’ তাও দশক পেরুচ্ছে।

একে একে মিন্টুর শুরু হলো টরন্টোর বাংলা টিভি চ্যানেল এন আর বি, প্রতি বছর সুপারহিট বাংলাদেশ ফেস্টিভ্যাল পাশাপাশি আরো কতকিছু গড়ে তুলেছে আমি ঠিক জানিও না।  ভালো লাগে কাছের মানুষের উথ্থান। তবে যাই করুক যেনতেন করেনা মিন্টু সেরা হতে হবে, হিট হতে হবে এটাই মিন্টুমন্ত্র।

গত কয়েক বছর ধরে মিন্টুর জন্মদিন আর আর বাংলাদেশ ফেস্টিভ্যাল এর তারিখ কাছাকাছি হচ্ছে। তাই আমি দুইটি একত্রিত স্যান্ডউইচ করে শুভেচ্ছা ডিজাইটি করলাম। সামনে ফেস্টিভ্যালের মহাযজ্ঞে সাফল্য ও অনুজ প্রতিমের জন্যে জন্মদিনের শুভকামনা রইলো।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles