
ক’জন মব মগের মুল্লুকে এলোমেলো এলোপাথারী তীব্র ভাবে লোকটিকে
শিক্ষা দিচ্ছে। সে শিক্ষক।
.
একজন চালাচ্ছে চড়-লাথি-ঘুষি
একজন, দুইজন লাঠি ও লোহার রড দিয়ে পেটাচ্ছে,
আরেক জন চাপাতি দিয়ে কোপ দিচ্ছে ঘাড়ে
বিল্পবী কিশোর গ্যাং গালি দিতে দিতে কুড়াল মারছে
কাঁটছে গোড়ালি…………………………
একটি ছুরি ঢুকে যাচ্ছে পেটে
একটি টেটা গেঁথে নিচ্ছে পাঁজর।
.
রক্ত কাঁচের মতো টুকরো-টুকরো ভেঙ্গে যাচ্ছে
রক্তে ভেজা ছেঁড়া জামা। রক্তাক্ত। ক্ষতাক্ত। উৎসব।
উৎসবে কাতরাচ্ছে…..
.
টিকটিকি লেজার মতো লাফাচ্ছে ছিঁটকে পড়া কব্জি
থেতলানো মগজ গলে গলে পড়ছে
গলন্ত চোখ থেকে ঝরছে রক্তরস।
জল চেয়েছিলো; পানিও পায়নি।
বীভৎস দৃশ্য একজন কৌতুহলী আইফোনে ধারণ করছে ভিডিও
আর ভীত-সন্ত্রস্ত পথচারীরা সার্কাসের তামশা দেখছে,
কেউ কেউ স্বাভাবিক
ঘরে ফিরে যাচ্ছে।
.
এই সব হাপরে রচিত হচ্ছে পান্ডুলিপি।
অবশেষে লাশটির পা বেঁধে ঝুলানো হলো আকাশের ছাদে
নেতা সাহেব হেলিকপ্টারে এসে
রক্তের লাল গালিচা পেরিয়ে উৎসবে লাশে গুলি ছুঁড়ে উদ্বোধন করলেন-
আনন্দ।
আনন্দধারায় এই ভাবেই তৈরি হচ্ছে পান্ডুলিপি।
টরন্টো, কানাডা