9.9 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

নাবালক প্রেমিকের প্রেমে পাগল তিন সন্তানের মা, ছাড়লেন স্বামীকেও! সাবালক হলেই বিয়ের পরিকল্পনা

নাবালক প্রেমিকের প্রেমে পাগল তিন সন্তানের মা, ছাড়লেন স্বামীকেও! সাবালক হলেই বিয়ের পরিকল্পনা - the Bengali Times
ছবি সংগৃহীত

প্রেমিকের বয়স ১৭। সেই নাবালক কিশোরের হাত ধরে স্বামী ও সন্তানদের ছেড়ে পালালেন এক তরুণী। আইনি জটিলতার জেরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে না পারলেও আপাতত একসঙ্গেই রয়েছেন। উত্তরপ্রদেশের আমরোহার সাইদা নাগলি এলাকার ঘটনা। তিন সন্তানের জননী ওই তরুণী ভরা সংসার ছেড়ে আলাদা থাকতে শুরু করেছেন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

শৌচাগারে যাওয়ার নাম করে পিঠটান দিলেন খুনের চেষ্টায় অভিযুক্ত তরুণ! ধাওয়া করে আবার গ্রেফতার করল পুলিশ
সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৬ বছর বয়সি ওই তরুণী হঠাৎই কিশোর ছেলেটির প্রেমে হাবুডুবু খেয়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তরুণী আট বছর ধরে বিবাহিত এবং তাঁর তিনটি মেয়ে রয়েছে। সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনায় তাঁর স্বামী শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েছেন। এটি তরুণীর দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি আলিগড়ের এক যুবককে বিয়ে করেছিলেন। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর তিনি সাইদা নাগলির এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সন্তানও হয়। এ বার তৃতীয় বারের জন্য বিয়ের অপেক্ষা করছেন তিনি।

- Advertisement -

তরুণী বর্তমান স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েছেন। সম্পর্কের জটিলতার জেরে গ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে তরুণী, তাঁর স্বামী ও কিশোরকে ডেকে মধ্যস্থতা করা হয়। পঞ্চায়েত সিদ্ধান্ত নেয়, তরুণী তাঁর ইচ্ছামতো থাকতে পারেন। তাঁদের সন্তানের দায়িত্ব নিয়েছেন তরুণীর স্বামী। ছেলেটির বয়স কম হওয়ায়, এই মুহূর্তে তাঁদের আইনত বিয়েতে বাধা রয়েছে। তরুণী জানিয়েছেন, তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এখন ওই কিশোরের সঙ্গে সম্পর্ক নিয়ে খুশি। তাঁদের মধ্যে কোনও সমস্যা নেই।

সূত্র : আনন্দবাজার

- Advertisement -

Related Articles

Latest Articles