13.6 C
Toronto
সোমবার, এপ্রিল ১৪, ২০২৫

স্বামী থেকেও আরো দুজনের সঙ্গে প্রেম গৃহবধূর, অতঃপর…

স্বামী থেকেও আরো দুজনের সঙ্গে প্রেম গৃহবধূর, অতঃপর… - the Bengali Times

সংগৃহীত ছবি

প্রথম প্রেমিককে বেশি গুরুত্ব দেওয়ায় স্বামীর উপস্থিতিতেই দ্বিতীয় প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেল এক গৃহবধূর। ভারতে ২৪ বছর বয়সী এক নারী খুন হওয়ার পর ‘জটিল সম্পর্কের’ এমন গল্প উঠে এসেছে। ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও জেলার গুরুগ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম জানায়, ওই নারীর স্বামী সাক্ষ্য দিয়েছেন, তার স্ত্রীর আরো দুজন পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল।

- Advertisement -

দুজনের মধ্যে একজনের সঙ্গে বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ায় প্রাণ হারাতে হয় দ্বিতীয় প্রেমিকের হাতে।
মঙ্গলবার (৮ এপ্রিল) হরিয়ানা পুলিশ জানিয়েছে, নিহত নীলম তার স্বামীর সঙ্গে বিনোলা গ্রামে একটি ভাড়াবাড়িতে থাকতেন এবং একই জায়গায় কাজ করতেন।

পুলিশের কাছে নীলমের স্বামী জানিয়েছেন, বিনোদ এবং সুধীর নামে দুই পুরুষের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় যখন তিনি বাড়িতে আসেন, তখন তিনি দেখতে পান যে বিনোদের সঙ্গে তার স্ত্রীর তীব্র বাকবিতণ্ডা চলছে।

ঝগড়ার বিষয় ছিল সুধীরের সঙ্গে নীলমের প্রেমের সম্পর্ক। সেটা মেনে নিতে পারেননি বিনোদ।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, নীলম বার বার চলে যেতে বলেছিল বিনোদকে। কিন্তু ঝগড়া ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ দেখায়নি বিনোদ।

অভিযোগ, উত্তপ্ত ঝগড়ার মধ্যে রান্নাঘর থেকে ছুরি নিয়ে নীলমকে পেটের কাছে এলোপাতাড়ি কোপাতে থাকে বিনোদ। গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত নীলমকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ২৪ বছর বয়সী এই গৃহবধূ।

তার স্বামীর অভিযোগের ভিত্তিতে উত্তর প্রদেশের শাহজাহানপুর থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বিনোদকে। পুলিশের দাবি, জেরায় অপরাধ স্বীকার করেছে ধৃত যুবক।

জানিয়েছে, প্রেমিকার কাছ থেকে ‘অবহেলা ও অপমান ভরা সম্পর্ক’ সে মেনে নিতে পারেনি।

- Advertisement -

Related Articles

Latest Articles