
ভারতের একটি হোটেল ছবি সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের নয়ডায় হোটেলের রুমে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃতদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ওই রুমে এক নারীর সঙ্গে ছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, উমেশ কুমার নামের ওই ব্যক্তি আত্মহত্যা করে মারা গেছেন বলে অভিযোগ। সঙ্গে থাকা নারী বন্ধু জানান, তিনি ওয়াশরুমে থাকা অবস্থায় উমেশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
উত্তর প্রদেশের হাথরাসের আবাস বিকাশ কলোনির বাসিন্দা ৩৮ বছর বয়সী উমেশ বৃহস্পতিবার নারী বন্ধুকে সঙ্গে নিয়ে নয়ডায় সেক্টর-২৭-এর ওয়ামসন হোটেলে উঠেন । মথুরার বাসিন্দা ওই নারী পুলিশকে জানান, তিনি ওয়াশরুম থেকে বেরিয়ে উমেশকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উমেশের মৃতদেহ দেখে নারী চিৎকার করলে হোটেল কর্মীরা ছুটে আসেন।
তাদের দুজনের সঙ্গে একটি কুকুরও ছিল। লোকটি আত্মহত্যা করার আগে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ মৃতদেহটি হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওই রুমে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। কোতোয়ালি সেক্টর-২০ পুলিশ নারীকে জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উমেশ বিবাহিত। তবে বৈবাহিক বিরোধের কারণে তিনি তার স্ত্রীর থেকে আলাদা থাকছিলেন। তারা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। এ প্রক্রিয়া চলমান থাকার মধ্যেই নারীকে নিয়ে হোটেলে যান উমেশ।