2.1 C
Toronto
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫

‘পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়?’

‘পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়?’ - the Bengali Times
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স (সিন্দুক) চার মাস ১২ দিন পর আবারও খোলা হয়েছে। দানবাক্সের (সিন্দুক) টাকাগুলো ২৮টি বস্তায় ভরা হয়েছে। আজ শনিবার (১২ এপ্রিল) সকালে পাগলা মসজিদের ১১টি দানবাক্স (সিন্দুক) থেকে এই টাকা পাওয়া যায়। এছাড়া টাকা ও স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া গেছে একাধিক চিঠি ও চিরকুট। এর মধ্যে একটি চিরকুটে লেখা ছিল— ‘পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়?’। নাম-পরিচয়বিহীন সেই চিঠিচি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আজ শনিবার সকাল ৭টায় মসজিদের ৯টি দানবাক্স ও ২টি ট্রাঙ্ক খুলে গণনা শুরু হয়। এ সময় সেখানে সেনাবাহিনী, পুলিশ, এপিপিএন ও আনসার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

- Advertisement -

প্রতিবারই দানবাক্সে টাকা ও সোনার পাশাপাশি পাওয়া যায় বিভিন্ন চিঠি ও প্রার্থনার চিরকুট। আগেও এমন ঘটনা ঘটেছে। গত বছরের ১৭ আগস্ট দানবাক্স থেকে পাওয়া এক চিঠিতে লেখা ছিল— ‘আল্লাহ, শেখ হাসিনাকে তুমি তার বাবার কাছে পাঠিয়ে দাও, আমিন।’ সেটিও সে সময় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, পাগলা মসজিদ ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অত্যন্ত শ্রদ্ধার স্থান। সব ধর্মের মানুষই এখানে দান করে থাকেন। দানের অর্থ দিয়ে একটি বৃহৎ ও দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

- Advertisement -

Related Articles

Latest Articles