9 C
Toronto
শনিবার, এপ্রিল ১২, ২০২৫

গার্লফ্রেন্ডকে স্যুটকেসে ভরে হোস্টেলে ঢোকানোর চেষ্টা, অতঃপর

গার্লফ্রেন্ডকে স্যুটকেসে ভরে হোস্টেলে ঢোকানোর চেষ্টা, অতঃপর - the Bengali Times
ছবি সংগৃহীত

বান্ধবীকে লুকিয়ে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢোকানোর সময় ধরা পড়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। একটি বড় স্যুটকেসে ভরে মেয়েটিকে হোস্টেলে ঢোকানোর সময় তিনি ধরা পড়েন। ধারণা করা হচ্ছে মেয়েটি তার গার্লফ্রেন্ড। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এ ঘটনার পর হৈচৈ পড়ে গেছে হরিয়ানায়। এরইমধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ছেলেটি যখন একটি বড় স্যুটকেস নিয়ে হোস্টেলের ভেতরে ঢোকার চেষ্টা করেন তখন নিরাপত্তারক্ষীরা ছাত্রটিকে থামান।

- Advertisement -

এরপর তারা স্যুটকেসের জিপ খোলেন। সেখানে মেয়েটিকে গুটিসুটি মেরে স্যুটকেসের ভেতরে বসে থাকতে দেখা যায়। সেই সময় হয়ত ছেলেটির কোনো সহপাঠী ভিডিওটি করেন। তবে, এনডিটিভি স্বাধীনভাবে ভিডিওটি যাচাই করতে পারেনি।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা হোস্টেলের নিরাপত্তা কর্মীরা আগে থেকেই লুকিয়ে থাকা মেয়েটি সম্পর্কে জানতে পেরেছিলেন কিনা সে সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়নি। এ ছাড়া মেয়েটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বাইরের কেউ তাও স্পষ্ট নয়।

ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ব্যবহারকারীদের অনেকে এ ঘটনাটি নিয়ে হাস্যরস করেছেন আবার অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।

এক্সে একজন লিখেছেন, এটি স্যুটকেস ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা উচিত।

আরেকজন লিখেছেন, এ ঘটনা নিয়ে নিশ্চয়ই তারা আগে থেকেই অনেক পরিকল্পনা করেছে। বুদ্ধিমানের মতো কাজ করেছে তারা।

- Advertisement -

Related Articles

Latest Articles