
অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহর সিনেমায় যাত্রা শুরু হয় ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে। ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন চিত্রনায়ক শিপন মিত্র। তবে দর্শকমহলে সবচেয়ে আলোচনায় ছিলেন সাবেক ক্রিকেটার নাসিরের প্রেমিকা হিসেবে। সোশ্যাল মিডিয়ায় প্রেম-বিচ্ছেদ নিয়ে নানা চর্চা হয়েছিল। এরপরই গায়ক ইলিয়াসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ফের আলোচনার জন্ম দিয়েছিলেন সুবাহ। কেননা, সেই সম্পর্কও বেশিদিন টিকেনি।
নানা ইস্যুতেই প্রায় সময় আলোচনায় থাকেন সুবা। সম্প্রতি আবারো ভাইরাল হয়েছে, চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহর একটি সাক্ষাৎকার।
সাক্ষাৎকারে সুবা বলেন, আমি সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীদের কাছ থেকে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি। অনেক নায়িকাই এমন প্রস্তাব পান, আমিও ব্যতিক্রম নই উল্লেখ করে সুবাহ আরো জানান, ভবিষ্যতে আমার নিজেরই এমপি হওয়ার ইচ্ছা রয়েছে।
উল্লেখ্য, সুবাহ মডেলিং ও অভিনয় দিয়ে যতটা নজর কেড়েছেন, তার চেয়ে বেশি আলোচনায় এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাসিরের সঙ্গে কথিত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে। ফেসবুক লাইভে এ সম্পর্ক নিয়ে নানা তথ্য জানিয়েছিলেন তিনি।