1.5 C
Toronto
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫

আগামী তিন মাসের মধ্যেই তছনছ হবে পৃথিবী! অশনি বার্তা দিলেন জাপানের ‘বাবা ভাঙ্গা’

আগামী তিন মাসের মধ্যেই তছনছ হবে পৃথিবী! অশনি বার্তা দিলেন জাপানের ‘বাবা ভাঙ্গা’ - the Bengali Times
ছবি সংগৃহীত

সকলে তাকে জাপানের বাবা ভাঙ্গা বলেই চেনেন। নাম হল রায়ো তাতসুকি। এবার তিনি আগামী তিন মাস ভবিষ্যৎ বলে দিলেন। শুনে চমকে গেল বিশ্ব।

রায়ো তাতসুকির জীবন শুরু হয়েছিল একজন চিত্রশিল্পী হিসেব। এরপর তিনি নান কমিকস বইয়ের মাধ্যমে সকলের মনোযোগ নিজের দিকে টেনে নিয়েছিলেন। তবে এরপরই হঠাৎ ঘটে গেল বদল। ১৯৮০ সালে তিনি অবাক করা স্বপ্ন দেখতে শুরু করলেন। সেখানে যে ক্ষয়ক্ষতির ছবি তিনি দেখলেন তা ফুটিয়ে তুললেন নিজের ছবিতে।

- Advertisement -

১৯৯৯ সালে নিজের স্বপ্ন দেখে তিনি জানিয়েছিলেন জাপানে বিরাট ক্ষতি হবে। বহু মানুষের প্রাণহানি ঘটবে। সেটা ফলে গিয়েছিল। এরপরই আরও নাম ছড়িয়ে পড়ে এই জাপানি বাবা ভাঙ্গার।

১৯৯১ সালে তাতসুকি স্বপ্ন দেখে বলেছিলেন বিরাট ভূমিকম্প হবে সেটা হয়েছিল। এরপর ২০১১ সালে জাপানে যে সুনামি আসবে সেটাও তিনি আগে থেকেই বলে দিয়েছিলেন। তার কথা না শোনার জন্য সেবারে প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ।

এবার ২০২৫ সাল নিয়ে বড় সতর্কবার্তা দিলেন তাতসুকি। তিনি জানিয়ে দিলেন স্বপ্নে তিনি দেখেছেন এবারেও জুলাই মাসে বিরাট সুনামি আসবে। তিনি বলেছেন, জাপান একেবারে জলের তলায় চলে যাবে। সমুদ্রের তলায় আগ্নেয়গিরি জেগে উঠবে। ফলে সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হবে।

তাতসুকি বলেছেন তিনি একটি হীরের মতো ছবি দেখেছেন জাপানের উপর। এর মানে হল জাপান, তাইওয়ান, ইন্দোনেশিয়া, মারিনা দ্বীপে বিরাট ক্ষতি হবে। এছাড়া তিনি হাওয়াই দ্বীপে ড্রাগনের একটি ছবি দেখেছেন। মানে হল সেখানে বিরাট ক্ষতি হবে।

যদিও তার দাবিগুলি হেলায় উড়িয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন এগুলি সবই অনুমানের উপর নির্ভরশীল। যদি জাপানের কপালে এমন কিছু থাকে তাহলে সেটা এমনিই হবে। তার সঙ্গে তাতসুকির কোনও সম্পর্ক নেই।

তার করা ভবিষ্যৎবাণী নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে। তার কথা এবার ফলে যায় কিনা সেদিকে তাকিয়ে রয়েছে বিশ্ববাসী। সেটার প্রমাণ মিলে যাবে আগামী তিনমাসের মধ্যেই।

- Advertisement -

Related Articles

Latest Articles