
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, পহেলা বৈশাখ উপলক্ষে চারুকলা অনুষদে তৈরি আনন্দ শোভাযাত্রার প্রতিকৃতিতে আগুন লাগানো ব্যক্তি বাংলাদেশ ছাত্রলীগের (বিএসএল) একজন কর্মী।
অভিযুক্ত রাবিউল ইসলাম রাকিব একই বিভাগের শিক্ষার্থী। রোববার ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সহপাঠীরা তাকে চিনতে পেরে এই অভিযোগ করেন।
জানা গেছে, রাবিউল ২০২১–২২ শিক্ষাবর্ষে ভর্তি হন এবং মাস্টারদা সূর্য সেন হলে থাকতেন। গত আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত তিনি হলে অবস্থান করতেন।
শনিবার ভোরে চারুকলায় তৈরি “ফ্যাসিবাদের মুখ” ও “শান্তির প্রতীক পায়রা” মূর্তিগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আরবি বিভাগের শিক্ষার্থী শরিফ আহমেদ বলেন, ভিডিও দেখে রাবিউলকে স্পষ্টভাবে শনাক্ত করা যায়। তিনি জানান, কয়েকদিন আগে রাবিউল বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগের পক্ষে স্লোগান দিয়েছিলেন এবং সেটি সামাজিক মাধ্যমেও প্রকাশ করেছিলেন।
তিনি দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।