8.6 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

‘আমরাও তো গোপনে পালাইছি, হাসিনা কীভাবে হেলিকপ্টারে গেল?’

‘আমরাও তো গোপনে পালাইছি, হাসিনা কীভাবে হেলিকপ্টারে গেল?’ - the Bengali Times
ছবি সংগৃহীত

শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সে অপরাধ করেছে, এটা যদি প্রমাণ হয়, বিচার তো করতেই হবে।’

তিনি বলেন, ‘আমরাও তো পালাইছি। যেমন আমি দুইবার দেশত্যাগ করেছি, ৭১ ও ৭৫ এ। দুইবারই তো গোপনে গেছি, খুব সতর্কতার সঙ্গে সীমান্ত পার হয়েছি।’

- Advertisement -

তিনি বলেন, ‘অন্যান্য দেশে রাষ্ট্রবিপ্লব হলে, জনবিস্ফোরণ হলে রাষ্ট্রনেতারা নিহত হয়। আমি কোনো লেখালেখিতেও দেখলাম না যে, শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালায় কীভাবে?’

আবদুল লতিফ সিদ্দিকী শেখ হাসিনার দেশত্যাগ করা নিয়ে প্রশ্ন তোলেন, ‘আমরা কেন বলছি পালাইছে? দেশত্যাগ তো পালানো, সেটা গোপনে যাবে। সে হেলিকপ্টারে গেল, তাও মিলিটারি হেলিকপ্টারে গেল কী করে?’

পতিত আওয়ামী সরকার ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এই পরিণতির কারণ হিসেবে আবদুল লতিফ সিদ্দিকী হাসিনার কর্মফলকে দায়ী করে বলেন, ‘শুধু তার নয় মানে সে তো ব্যক্তি নয়, সে সমষ্টি, সে একটা দলের সর্বময় কর্তৃত্বের অধিকারী ছিল। কেউ কেউ বলে সে প্রদীপ, প্রভুত্বকামী, কর্তৃত্ববাদী, স্বৈরাচারী ফ্যাসিস্ট।’

 

- Advertisement -

Related Articles

Latest Articles