8.6 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

আপত্তিকর পোশাকে মাহির নাচ, নেটিজেনদের তুলোধুনো

আপত্তিকর পোশাকে মাহির নাচ, নেটিজেনদের তুলোধুনো - the Bengali Times
ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি

ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি। তবে এবার এক নাচের ভিডিওর কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন সামিরা খান মাহি। শুক্রবার (১১ এপ্রিল) ইয়ামাহার একটি ইভেন্টে অংশ নিয়ে নৃত্য পরিবেশনা করেছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ সমালোচনা করেছেন। বিভিন্ন পেজ থেকে শেয়ার করা ভিডিওটা ছড়িয়ে পড়েছে। নাসির নামে একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘পোশাকটা যেমন কালা বাস্তবেও কিন্তু এমন কালা ক্যামেরাম্যান হয়ত একটু এডিট মাইরা একটু চেহারাটা দেখাইছে আর কি অনেক সুন্দর লাগছে বস্তির রানীকে।’

- Advertisement -

আরেকজন প্রশ্ন করে লিখেছেন, ‘আচ্ছা ভাই পোশাক কি আর এই দুনিয়ায় ছিল না।’ রুশা জানাহ বুসরার কথায়, ‘পারিবারিক শিক্ষা বলে কিছু নাই এদের এসব ড্রেস পরে এদের মা-বাবা দেখলে ওর মা-বাবার লজ্জা করে না।’

- Advertisement -

Related Articles

Latest Articles