
অনলাইনে হোটেল ‘বুক’ করেছিলেন যুগল। কিন্তু কামরায় গিয়ে একে অপরকে আদর করতে এতটাই মত্ত হয়ে পড়েন যে, দরজা বন্ধ করার কথাই ভুলে গিয়েছিলেন! তাঁদের ভুলের সুযোগে কামরার বাইরে থেকে ওই যুগলকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন এক তরুণ। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যম জুড়ে হইচইও পড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
মেট্রোস্টেশনে দাঁড়িয়ে জনসমক্ষে ঘনিষ্ঠ যুগল! অস্বস্তিতে সহযাত্রীরা, ‘অশালীন’, নিন্দার ঝড় নেটপাড়ায়
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে হাসছেন এক তরুণ। সেখান থেকে হোটেলের একটি কামরা পরিষ্কার দৃশ্যমান। হোটেলের কামরায় আদরে মত্ত থাকতে দেখা গিয়েছে এক যুগলকে। তাড়াহুড়োয় দরজা বন্ধ করতে ভুলে গিয়েছেন তাঁরা। আর তাঁদের একান্তে সময় কাটানোর দৃশ্য দেখে স্টেশনে দাঁড়িয়ে হাসতে থাকেন ওই তরুণ। কিছু ক্ষণ পরে ওই যুগল বিষয়টি বুঝতে পেরে লজ্জায় পড়ে যান। তা়ড়াতাড়ি এসে দরজা বন্ধ করে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মাহি._.১৭’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। নেটাগরিকদের অনেকে আবার ভিডিয়ো দেখে বিরক্তিও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘দায়িত্বজ্ঞানহীনতার নিদর্শন।’’