
প্রেমের শুরুতে ভেবেছিলেন, সেই তাঁর চিরন্তন ভালোবাসা। সম্পর্কের শুরুটা ছিল স্বপ্নের মতো। উপহার, ভালোবাসা, আর রোমান্টিক মুহূর্তে ভরা। কিন্তু সময়ের সাথে সাথে হঠাৎ ভেতরের পুরনো যন্ত্রনাগুলো জেগে উঠলো। ছোট ঝগড়ায়ও আপনার পালিয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। যা সম্পর্কে একের পর এক চক্র তৈরি করে।
এ ধরনের তীব্র ভালোবাসা অনেক সময় আমাদের জীবনে আসে আমাদের ভেতরের অশান্তি, পুরনো আঘাতগুলো চেনাতে, যেন আমরা সেগুলো সারিয়ে তুলতে পারি। অনেকে৩র মতে, এটা শুধু প্রেম নয়, এটা আত্ম-উন্নয়নেরও সুযোগ।আসল পরিবর্তন শুরু হয় নিজের মধ্যে। তাই সম্পর্কের শুরুতেই যে তিনটি প্রশ্ন নিজেকে করবেন তা হলঃ
এক আমি কি বর্তমান নিয়ে বাঁচছি, নাকি অতীতের প্রতিক্রিয়া দিচ্ছি?
দুই এই সম্পর্ক কি আমাকে নিজের মতো করে প্রকাশ করার সুযোগ দেয়?
তিন আমরা কি একসাথে লড়তে চাই, নাকি আমি একাই লড়ছি?
একটি সম্পর্ক তখনই সত্যিকারের হয়ে ওঠে, যখন দুজনেই নিজেদের ক্ষতসহ একে অপরকে গ্রহণ করে, পালাতে চায় না। এ প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলেই আপনি শিখে যাবেন যে আসলেই ভালোবাসা সারিয়ে তুলতে পারে, কিন্তু সেই সারানোর কাজ আমাদেরকেই করতে হয়। কারণ শেষ ঘুড়ির নাটাই কিন্তু আপনার হাতেই।