2.4 C
Toronto
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

কূপে পড়লেন ৮৫ বছরের বৃদ্ধা, মৃত্যুর মুখ থেকে ফিরে বললেন ‘চা খাব’

কূপে পড়লেন ৮৫ বছরের বৃদ্ধা, মৃত্যুর মুখ থেকে ফিরে বললেন ‘চা খাব’ - the Bengali Times
ছবি সংগৃহীত

কথায় আছে, রাখে হরি মারে কে? পাতকুয়োয় পড়ে গিয়েছিলেন অশীথিপর বৃদ্ধা। দীর্ঘ সময়ের পর তাঁকে জীবিত উদ্ধার করলেন পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। হুশ ফিরতে হাসপাতালের বেডে শুয়ে মৃদু গলায় বললেন, “চা খাব।” চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ার বৈঁচীগ্রাম দক্ষিণপাড়ায়। বৃদ্ধার প্রতিবেশীরাও হাঁফ ছেড়েছেন। শোভারানি বন্দ্যোপাধ্যায় নামের ৮৫ বছর বয়সি এই বৃদ্ধা দীর্ঘ সময় ধরে পানিতে ভাসতে থাকেন। দমকল কর্মীরা তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে জ্ঞান ফেরার পর ওই বৃদ্ধা বলেন, ‘চা খাব।’

জানা যায়, স্থানীয় বাসিন্দা শোভারানি বন্দ্যোপাধ্যায় স্বামীর মৃত্যুর পর একা থাকতেন। তার একমাত্র ছেলে থাকেন কলকাতায়। প্রতিবেশী বর্ণালী বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তার খোঁজখবর নেন ও খাবার দিয়ে যান। শনিবার সকালে বর্ণালী শোভারানির বাসায় গিয়ে তাকে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পেছনে থাকা একটি পুরোনো কূপে তাকিয়ে দেখেন, পানিতে পড়ে আছেন শোভারানি। সঙ্গে সঙ্গে স্থানীয়দের ডাকেন এবং খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগে।

- Advertisement -

খবর পেয়ে পাণ্ডুয়া থানা ও বৈঁচী পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। কূপে মই নামিয়ে দমকলকর্মীরা তাকে ওপরে তোলেন। তাৎক্ষণিকভাবে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরে এলে নার্সদের দিকে তাকিয়ে শোভারানি বলেন, ‘চা খাব।’ এই বাক্য শুনে হাসপাতালে উপস্থিত সবাই কিছুটা হেসে ফেলেন। আশপাশের মানুষজনও স্বস্তির নিশ্বাস ফেলেন।

প্রতিবেশীরা বলছেন, “এত বয়সে, এতক্ষণ জলে পড়ে থেকেও জীবিত থাকা একটা অলৌকিক ঘটনা।

- Advertisement -

Related Articles

Latest Articles