16.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

যে রঙের পোশাক পরলে মশা আপনাকে ভুলেও কামড়াবে না!

যে রঙের পোশাক পরলে মশা আপনাকে ভুলেও কামড়াবে না! - the Bengali Times
সংগৃহীত

গ্রীষ্মের দিন মানেই মশার উৎপাত যেন নিত্যসঙ্গী। অনেকেই নানা পদ্ধতিতে মশা তাড়ানোর চেষ্টা করেন, কিন্তু জানতেন কি,আপনার পোশাকের রঙই মশার আকর্ষণ বা অনীহার বড় কারণ হতে পারে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এমনই এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন, যা বলছে কিছু নির্দিষ্ট রঙ মশা আপনার কাছ থেকে দূরে রাখবে, আবার কিছু রঙ মশাকে টেনে আনবে আপনার দেহের খুব কাছাকাছি।

এবার মশার কামড় থেকে রক্ষা পাওয়ার একটি সহজ পন্থার কথা সামনে এনেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, চারটি রং মশার কামড় থেকে মানুষকে রক্ষা করতে পারে। আবার এমন কিছু রং আছে, যা মশাদের আকৃষ্ট করে।

- Advertisement -

মশা শীতল রক্তের প্রাণী। এরা শীতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। তাই জীবন বাঁচাতে প্রাণীটি হাইবারনেশন বা শীত নিদ্রায় চলে যায়। মশা একটানা ছয় মাস পর্যন্ত এই শীত নিদ্রা চালিয়ে যেতে পারে। শীত কমার সঙ্গে সঙ্গে এরা বিভিন্ন গর্ত থেকে শীত নিদ্রা ভেঙে মানুষের রক্ত শুষে নেয়া শুরু করে।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী বলছেন, মশারা লাল, কমলা, কালো এবং নীলচে সবুজ রং পছন্দ করে। তবে লাল রংকে মশা সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। এছাড়া কালো রঙও মশার খুব প্রিয়। কারণ মশারা গাড়ো রঙের প্রতি আকৃষ্ট হয়। এর আগে ১৯৪০ সালে গবেষকরা দেখিয়েছিলেন, মশা সাদার উপর একটি কালো রেখাকে অনুসরণ করতে পারে।

অন্যদিকে, মশারা নীল, সবুজ, বেগুনি এবং সাদা রঙে আগ্রহ দেখায়নি। গবেষণায় মশার অপ্রিয় রঙ ছিল নীল। বিজ্ঞানীদের মতে, একটি রং কতটা গাড়ো তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। উদাহরণস্বরূপ, নেভি ব্লু তাপ শোষণ করে যা মশাকে আকর্ষণ করে। এজন্য বিজ্ঞানীরা মশার কামড় থেকে বাঁচতে হালকা রঙের পোশাক পড়ার পরামর্শ দিয়েছেন।

গবেষণায় মশা মানুষের খালি হাতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু বিজ্ঞানীরা যখন সে হাতে সবুজ গ্লাভস পরান, তখন মশাগুলো উড়ে যায়। এছাড়া বেগুনী রঙের প্রতিও মশা বেশ অনীহা প্রকাশ করে। এদিকে গবেষণা ল্যাবে সাদা ছিল নিয়ন্ত্রণ বস্তু। অর্থাৎ, গবেষকরা তুলনা করার জন্য একটি সাদা বস্তুর সঙ্গে ল্যাবের প্রতিটি রংকে যুক্ত করেন। কিন্তু ল্যাবে মশারা তাদের পছন্দসই রঙের মুখোমুখি হলেও সাদা বস্তুটি এড়িয়ে চলে যায়।

মশার কামড় শুধু বিরক্তির কারণ নয়, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগও ছড়িয়ে দিতে পারে। তাই নিজেকে সুরক্ষিত রাখতে এবার থেকে পোশাকের রঙ নির্বাচনেও সচেতন হোন। গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলুন, বেছে নিন সাদা বা হালকা বর্ণের কাপড়। গবেষণালব্ধ এই তথ্য ব্যবহার করেই আপনি মশার কামড় থেকে বাঁচতে পারেন সহজেই।

- Advertisement -

Related Articles

Latest Articles