
পুরুষ সহ-অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মালয়ালম অভিনেত্রী ভিন্সি অ্যালশিয়াস। যদিও তিনি সেই অভিনেতার নাম প্রকাশ করেননি। তবে দাবি করেছেন, অভিনেতা মাদকাসক্ত অবস্থায় এমন আচরণ করছিলেন যা তাকে চরম অস্বস্তিতে ফেলছিল।
সম্প্রতি একটি আলোচনায় অভিনেত্রী জানান, নেশাচ্ছন্ন অবস্থায় থাকা কারও সঙ্গে অভিনয় করার প্রস্তাব বরাবরই ফিরিয়ে দিয়েছেন তিনি। যে কারণে কাজের সুযোগও কম পেয়েছেন।
এক অনুষ্ঠানে যোগ দিতে কেরলের পাল্লিপ্পুরমের চার্চে এসেছিলেন ভিন্সি অ্যালশিয়াস। সেখানেই তাকে বলতে শোনা যায়, ‘আমি যদি বুঝতে পারি কেউ ড্রাগ খেয়ে আমার কাছে এসেছে, তার সঙ্গে কাজ করব না।’
পরে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে সেই অভিনেতার নাম প্রকাশ না করেই ভিন্সি বলেন, ‘আমি একটি সিনেমায় কাজ করছিলাম। সেই সময় অভিনেতার সঙ্গে আমার খুব বাজে এক অভিজ্ঞতা হয়। উনি মাদক নিয়েছিলেন এবং সম্পূর্ণ অসঙ্গত আচরণ করছিলেন। সেই অভিজ্ঞতা এমনই ছিল যে, আমার পক্ষে তার সঙ্গে কাজ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না।’
ঠিক কেমন আচরণ? এ বিষয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার পোশাক নিয়ে একটা সমস্যা হয়েছিল। আমি সেটা ঠিক করতে চাইছিলাম। কিন্তু উনি আমার কাছে আসতে চাইছিলেন। বলছিলেন, আমি তোমাকে সাহায্য করব এবং সেটা বলছিলেন সকলের সামনে। এই ঘটনায় আমি বেশ অস্বস্তিতে পড়ছিলাম।’
সেই সময় ওই অভিনেতার মুখ থেকে কোনও সাদা দ্রব্য বেরিয়ে আসছিল বলেও দাবি ভিন্সির। যা উল্লেখ করে তার দাবি, এর থেকেই স্পষ্ট ওই অভিনেতা নেশাচ্ছন্ন অবস্থায় ছিলেন।
অভিনেত্রী জানাচ্ছেন, এরপর থেকে ওই অভিনেতা কিংবা অন্য নেশাচ্ছন্নদের সঙ্গে কাজ না করারই সিদ্ধান্ত নেন। যদিও এর ফলে কাজ হারাতে হয়েছে তাকে।
ভিন্সির কথায়, ‘সম্ভবত এই সিদ্ধান্তের কারণে আমি খুব বেশি ছবিতে সুযোগ পাই না। কিন্তু তবুও সরাসরি বলে দিতে চাই, যদি বুঝি কেউ নেশা করেছে, তাহলে তার সঙ্গে আমি ছবির কাজ করব না।’