12.4 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার - the Bengali Times
ছবি সংগৃহীত

চোটের সঙ্গে নেইমারের সম্পর্কটা অনেক দিনের। সে সমস্যা আবার দেখা দিল। বুধবার আতলেতিকো মিনেইরোর বিপক্ষে সান্তোসের ম্যাচে খেলার মাত্র ৩০ মিনিটের মাথায় তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন। ধারণা করা হচ্ছে, এবার তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে।

৩৩ বছর বয়সি নেইমার মাঠছাড়ার সময় বেশ কান্নায় ভেঙে পড়েন। তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। তখন সান্তোস ২-০ গোলে এগিয়ে ছিল। ৩৪ মিনিটে তাকে বদলি করা হয়।

- Advertisement -

মার্চে ব্রাজিলের ম্যাচ এবং সান্তোসের পাউলিস্তা সেমিফাইনালে করিন্থিয়ানসের বিপক্ষে খেলা হয়নি নেইমারের। সেবারও চোটের কারণে মিস করেন খেলাগুলো। তখন তার বাঁ ঊরুতে চোট ছিল।

সে চোট কাটিয়ে আজই তিনি প্রথম একাদশে ফিরেছিলেন। তবে তার এই ফেরা ৩০ মিনিটও স্থায়ী হলো না। তার আগেই হ্যামস্ট্রিংয়ের চোট পথ আগলে দাঁড়াল নেইমারের।

তার আগেও তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। ২০২৩ সালের অক্টোবরে এসিএল আর মেনিসকাস ছিঁড়ে গিয়েছিল তার। সে কারণে আল হিলালে যোগ দেওয়ার পর ৭ ম্যাচেই আটকে যায় তার সৌদি-অভিযান।

নেইমার চলতি বছরের জানুয়ারিতে ফ্রি এজেন্ট হিসেবে সান্তোসে যোগ দেন। এখানেও চোট পিছু ছাড়েনি তার।

এখন প্রশ্ন উঠেছে, নেইমারকে কি তাড়াহুড়া করে খেলানো হয়েছে? এই চোট তার ক্যারিয়ারের জন্য নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles